বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি

প্রচ্ছদ » অপরাধ » বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

সাবেক পুলিশ প্রধান (আইজিপি) ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের নজির বিহীন দুর্নীতির প্রতিবাদ ও তাকে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সুশাসানের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে ভোলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহনে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন। এর আগে গত বুধবার (২৪ এপ্রিল) বেনজীর আহমেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে ভোলার শহরস্থ ওবায়েদুল হক মহাবিদ্যালয়ে সুজনের আয়োজনে এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় বেনজীরের দুর্নীতি ফিরিস্থি তুলে ধরে তার কঠোর শাস্তি দাবি করে বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরন, প্রফেসর জিয়াউল মোর্শেদ, সুজনের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, শিক্ষক নেতা গোলাম মাহমুদ, আবু তাহের, শিক্ষক কামরুল ইসলাম, মানবাধিকার কর্মী মো. হোসেন, সমাজ কর্মী আবদুল খালেক, হাফেজ বনি আমিন, সুজনের সদর উপজেলার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুর্নীতির খবর এখন দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। পুলিশ বাহিনীতে তার চাকুরী জীবনে এতা সুযোগ সুবিদা লাভ করাকে কেউই স্বাভাবিক মনে করেনি। সরকারের প্রশ্রয়ে ও উদাশীনতায় তার সে দুর্নীতি চরম শিখরে পৌঁছেছে এবং সম্পদের পাহার গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বার বার বলছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্সে থাকবেন। যদি তাই হয় তাহলে বেনজীর এতো সম্পদের মালিক হলো কিভাবে? ইতিপূর্বে গোয়েন্দা সংস্থা কি প্রধানমন্ত্রীকে বেনজীরের দূর্নীতির চিত্র তুলে ধরেনি? দেশবাসী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্সের বাস্তবায়ন দেখতে চায়। বেনজীরের দুর্নীতি ও সম্পদের পাহার প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে আঘাত হেনেছে।

আমরা আশা করি প্রধানমন্ত্রী ভাবমূর্তি উজ্জল করতে এবং জিরো টলারেন্সে ঘোষণার বাস্তবায়নের অংশ বিশেষ প্রদর্শনে বেনজীরকে গ্রেফতার করে বিমান্ডে নিয়ে সঠিক তদন্ত করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন।

ভোলা জেলার সুজনের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, সুজন দূর্নীতির বিরুদ্ধে যেমন কথা বলবে, একই সাথে যারা সততার সহিত দায়িত্ব পালন করে নিগৃহীত হবেন তাদের পক্ষেও কথা বলবে।

বাংলাদেশ সময়: ১৯:৪২:২৬   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ
পুত্র মোস্তাফিজুর রহমানের অত্যাচারে অতিষ্ট হয়ে মায়ের সংবাদ সম্মেলন
এমপির নাম ভাঙ্গিয়ে প্রার্থীদের হুমকি ধামকি ॥ আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ
তজুমদ্দিনের মেঘনায় চিংড়ি মাছের রেনু আহরনের আড়ালে চলছে নানান প্রজাতির মাছের পোনা নিধন
লালমোহনে শিশুকে অপহরণের পর ৫ লাখ টাকা দাবি, অতঃপর…
নেয়ামতপুর চরে ভূমি মালিকদের উপর ভূমিদস্যুদের হামলা ॥ গুরুতর আহত ২৫
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে



আর্কাইভ