মনপুরায় ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ না করায় চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ না করায় চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল
সোমবার, ১৩ মে ২০২৪



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে এক ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় উপজলা চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন।

রোববার বেলা সাড়ে ১২টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চরফ্যাসন ও মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর এই সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা। বাতিল হওয়া ইউপি চেয়ারম্যান হলেন, মোঃ অলি উল্লা কাজল। তিনি উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অপর তিন প্রার্থী মোঃ জাকির হোসেন মিয়া, মোঃ সিদ্দিকুর রহমান ও শাহরিয়ার চৌধুরী দীপকের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।

---

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আবদুর রহমান রাসেদ মোল্লা ও সালাউদ্দিন হেলাল এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম, পারভিন আকতার রেবু ও ইয়াসমিন জাহান মিনু এর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। এই ব্যাপারে ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মুঠোফোনে কোন মন্তব্য করতে রাজি হননি।

এই ব্যাপারে চরফ্যাসন ও মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন জানান, মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে অপর সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।

তফসিল অনযায়ী, চতুর্থধাপে নির্বাচনে মনপুরা উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্ধ ২০ মে। ভোট হবে ৫ জুন।

বাংলাদেশ সময়: ২:০৫:৪৪   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় চুরির মাল ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান
পিঠা-পায়েস উৎসবে মুখরিত চরফ্যাশন মহিলা কলেজ
হয়তো আমরা আর বেশি দিন নাই, এই চোরদের আর নির্বাচিত করিয়েন না: নৌ-পরিবহন উপদেষ্টা
মনপুরায় মেঘনায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ এক জেলে
মনপুরার মেঘনায় পাঙ্গাসের পোনা নিধনের অবৈধ ১৬ চাই জাল আটক
মনপুরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা
ছাত্র কল্যান সংগঠন মনপুরা কমিটি গঠন
মনপুরায় অসহায় দ‌রিদ্র পরিবা‌রের বসতঘর রক্ষায় মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল



আর্কাইভ