
আজকের ভোলা রিপোর্ট ॥
কনজিউমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভোলা জেলা কমিটি পূর্নগঠিত করা হয়েছে। বুধবার (৮ মে) সন্ধ্যায় সংগঠনটির ভোলা শহরের সদর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে (ভোলা মিনিসিপিউলিটি কো-অপারেটিভ সমিতি কার্যালয়) অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে মোয়াদ উত্তীর্ণ পুরাতন কমিটি বিলুপ্ত করে মোবাশ্বির উল্লাহ চৌধুরীকে সভাপতি ও মাহবুব মোর্শেদ বাবুলকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতি করে দুইবছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দ্বিতীয় বারের মতো হওয়া সভাপতি মোবাশ্বির উল্লাহ বলেন, ‘কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে ভোলা জেলার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আশা করি নতুন কমিটি ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় আরো কার্যকরি ভূমিকা পালন করবে’। ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বদরুজ্জামান চৌধুরী, সুফিয়া আক্তার ও মোঃ জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এ.সি.ডি. অর্জুন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন পলাশ, কোষাধ্যক্ষ নাজমুছ ছাকিব চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, দপ্তর সম্পাদক অপূর্ব কিশোর রায়, প্রচার সম্পাদক ইমরান হোসেন এবং সদস্যরা হলেন, সিদ্দিকুর রহমান, মাকসুদুর রহমান, নজরুল ইসলাম খোকন, সুবর্না ফারহানা চৌধুরী, মোঃ ইলিয়াছ, হোসনেয়ারা শিল্পী, তানজিনা আক্তার, তাছলিমা আক্তার শীমা ও আব্দুল খালেক।
বাংলাদেশ সময়: ২:০৪:৩৮ ১১১ বার পঠিত