বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন

প্রচ্ছদ » জেলা » বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
রবিবার, ১২ মে ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যে ১ম স্থান অর্জন করেছেন ভোলার মেয়ে নুসরাত জাহান অহনা। বরিশাল বিভাগের ৬টি জেলার প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি ১ম স্থান অধিকার করেন।

শনিবার (১১ মে) বরিশাল শিক্ষাবোর্ডের উপ-পরিচালকের কাছে থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

এ পুরস্কারের মধ্যদিয়ে তিনি জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেলেন। এরআগে, জাতীয় শিক্ষা সপ্তাহে নৃত্য প্রতিযোগীতায় কলেজ, উপজেলা পর্যায় ও জেলা পর্যায়ে এ দুই নৃত্যে তিনি ১ম স্থান অর্জনের পর বিভাগীয় পর্যায়ে সুযোগ পান।

---

নুসরাত জাহান অহনা ভোলা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ছেন। পড়াশুনার পাশাপাশি তিনি বোরহানউদ্দিন শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও স্থানীয়ভাবেও তিনি শিশু-কিশোরদের নাচের প্রশিক্ষণ দিয়ে আসছেন।

শহরের বিএভিএস হাসপাতাল সড়কের বাসিন্দা মিজানুর রহমান ও ফাতেমা বেগমের বড় মেয়ে নুসরাত জাহান অহনা।

ছোটবেলা থেকে নৃত্য চর্চা করে আসছেন তিনি। তার ছোটবোন মারিয়া রহমান সূচনাও একজন নৃত্যশিল্পী।

নুসরাত জাহান অহনা নৃত্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন।

---

নিজের মেধা ও চর্চার মাধ্যমে তিনি ভোলা শহরের একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হিসেবে ব্যপক সুনাম অর্জন করেছেন এবং ভবিষ্যতেও তিনি নৃত্যে প্রতিষ্ঠা পেতে চান।

এ প্রসঙ্গে নুসরাত জাহান অহনা বলেন, এই অর্জনের পিছনে আমার নৃত্যের গুরুদের অক্লান্ত শ্রম রয়েছে, যারফলে আজ আমি এ স্থান অর্জন করতে সক্ষম হয়েছি, এ জন্য আমি সকলের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই যারা আমার পাশে ছিল। আমার মায়ের সহযোগীতা ও উৎসাহ ছিলো বলে আমি এ পর্যায়ে আসতে পেরেছি।

আমি আশাবাদি জাতীয় পর্যায়ে জাতীয় পুরস্কার অর্জন করতে পারবো।

এদিকে নুসরাত জাহান অহনার এমন অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলার সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।

বাংলাদেশ সময়: ২১:০৪:৫৫   ৩৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা-ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে নদীতে নারী ঝাঁপ: পরিচয় ও খোঁজ মিলেনি এখনো
আশায় ওদের মাস পেরিয়ে বছর হয়, তবুও পূরণ হয় না আশা!
তজুমদ্দিনে ঈদুল আযহার ছুটিতে ক্লিনিকি খোলা ৫টি নরমাল ডেলিভারী করায় স্বাস্থ্যকর্মীরা
বোরহানউদ্দিনে গাড়ীর চাকা ব্লাস্টে মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি করলে জনগণ প্রত্যাখ্যান করবে: ফয়জুল করীম
নিষিদ্ধ জালে চিংড়ির রেণু শিকারের মহোৎসব, অসহায় মৎস্য বিভাগ
তেঁতুলিয়ার তীব্র ভাঙনে ভিটে হারিয়ে দিশাহারা মানুষ
১০০ কিলোমিটার সড়কে খানাখন্দ, দুর্ভোগ
ভোলায় সাংবাদিক জাকিরকে হত্যার হুমকি, ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত
ভোলার সংগঠক ও সমর্থকদের সাথে আপ বাংলাদেশ এর ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত



আর্কাইভ