স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলার মধ্যে সদর উপজেলা সবচেয়ে উন্নয়নশীল উপজেলা। গ্রামগুলো শহরে রুপান্তরিত হয়েছে, রাস্তাঘাট কালভাট সব কিছু পাকা হয়েছে তাই এই উন্নয়নকে চলমান রাখতে আগামী ২১ তারিখে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া। এমনটাই বলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন। শনিবার সন্ধায় রাজাপুর ইউনিয়নের তুলাতুলি বাজারে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মিজান খানের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল ইসলাম, বাপ্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, জামাল উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১:৪০:১৪ ২২৬ বার পঠিত