স্টাফ রিপোর্টার ॥
কেক কাটা, স্মৃতিচারণ, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনসহ নানা আয়োজনে শনিবার পালিত হয়েছে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী। শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের (বাংলা স্কুল) মাঠে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা চত্বরেই ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আলমগীর হুসাইন, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইস্রাফীল, জেলা শিক্ষা কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, ডাক্তার শুভ কুমার ভৌমিকসহ ক্ষুদে বিজ্ঞানী সংসদের বর্তমান ও পুরানো সদস্যরা। এ সময় সংগঠনের সভাপতি প্রেসক্লাব স¤পাদক অমিতাভ অপু জেলার একমাত্র সক্রিয় বিজ্ঞান ক্লাবটির কর্মকান্ড তুলে ধরেন।
দ্বিতীয় পর্বে অমিতাভ অপুর সভাপতিত্বে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি ব্যাংক কর্মকর্তা মোঃ আবু ইউছুফ, সংগঠনের উপদেষ্টা ব্যাংক কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল, সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, সংগঠনের সম্পাদক সহকারী অধ্যাপক কামরুল হাসান, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা ইকবাল শাহীন, সংগঠনের অর্থ সচিব পুস্পেন্দু মজুমদার, প্রকাশনা সম্পাদক জয়া গাঙ্গুলি, সমন্বয় সম্পাদক সৌরভ গাঙ্গুলি, প্রধান শিক্ষক অসীম আচার্য, ব্যাংক ম্যানেজার আব্দুর রব, যুগ্ম প্রচার সম্পাদক গোপাল দে, মিসেস মরিয়াম আঁখি। পরে সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়।
ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের নতুন কমিটিতে আবারও সভাপতি নির্বাচিত হন অমিতাভ অপু। সম্পাদক নির্বাচিত হন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন, অর্থ সচিব নির্বাচিত হন পুস্পেন্দু মজুমদার।
মনপুরা উপজেলার দুই শিক্ষার্থী মোঃ তাহাসিন ও মোঃ তানজিল ইসলাম সুনানকে নতুন সদস্য করা হয় ওই সভায়।
বাংলাদেশ সময়: ১:৩৭:৫০ ১৫০ বার পঠিত