স্টাফ রিপোর্টার ॥
প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যার পর উত্তর দিঘলদী ইউনিয়নের গুইংগার হাট বাজারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেনের আনারস প্রতিকের নির্বাচনী লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাড়ী বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন, চশমা প্রতিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল ইসলাম, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনসুরসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মোশারফ হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি আনারস প্রতিকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পুনরায় বিজয়ী হলে উপজেলাকে একটি উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলে ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২:২০:১২ ১৭৬ বার পঠিত