স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুস এবং উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী নেওয়াজ পলাশ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। রবিবার (১২ মে) বিকেলে বাপ্তা ইউনিয়নের মহাজনের পোল এলাকায় এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় প্রার্থীরা ওই এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিরতণের পাশাপাশি সকলকে তাদের প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান।
মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিকদের বলেন, বিগত দিনে এ উপজেলায় আমরা অনেক কাজ করেছি। নির্বাচিত হলে যে কাজগুলো অস¤পূর্ণ রয়েছে সকলকে সাথে নিয়ে সে কাজগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো। এছাড়াও চেষ্টা করবো এ উপজেলাকে মাদকমুক্ত করে গড়ে তোলার।এর পরেও যে সমস্যাগুলো রয়েছে তা স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মবর্ণ নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।
তিনি আরো বলেন, দেশনেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন তার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাবো। এবং এ উপজেলার পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার মাধ্যমে সকলকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।
লিফলেট বিতরণের সময় ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার মঞ্জুর আলম, বাপ্তা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মঞ্জু মাতাব্বর, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলমসহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ২:১৯:২৫ ১৬৭ বার পঠিত