দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় দৌলতখান পৌরশহরের অধ্যক্ষ জাকির হোসেন পাঠাগার মসজিদ মাঠে এই নামাজ আদায় করেন মুসুল্লিরা। নামাজে ইমামতি করেন মুফতি বেলায়েতুল ইসলাম।
নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দৌলতখান মডেল মসজিদের পেশ ইমাম মুফতি রেজাউল করীম বোরহানি। মোনাজাতে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়। আশপাশের এলাকা থেকে কয়েক’শ মুসল্লী নামাজে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯:৩৪:২৭ ১৬৭ বার পঠিত