দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো: ইউসুফ (৪৫) নামে কৃষককে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলায় হয়রানির প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লাহাড়ি-জঙ্গল পোল এলাকার সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী ইউসুফ জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ সালাউদ্দিন গংদের সঙ্গে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসলে। এনিয়ে গ্রাম্যভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও এর কোন সুরাহ হয়নি। গত ২০ এপ্রিল প্রতিপক্ষরা আদালতে তার নামে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে এ মিথ্যা মামলা থেকে অবহ্যাতি চেয়েছেন তিনি।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয়রা জানান, ইউসুফ একজন কৃষক ও দিন-মজুর। মামলার বাদী ভিকটিম নারীদের সঙ্গে ইউসুফের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসে। বিরোধকে কেন্দ্র তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। ভিকটিন নারী সম্পর্কে তার ভাতিজি বউ। বক্তারা এসময় ইউসুফের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা থেকে মুক্তি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১১:৫৪:৩৬ ১৯৬ বার পঠিত