প্রতিপক্ষের হামলায় দাঁত হারালেন কৃষক

প্রচ্ছদ » অপরাধ » প্রতিপক্ষের হামলায় দাঁত হারালেন কৃষক
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখানে তুচ্ছ বিষয় নিয়ে মফিজুল ইসলাম (৬০) নামে এক কৃষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের হামলায় তার তিনটি দাঁত ভেঙে যায়। ভেঙে যায় বাম হাতও। সোমবার সকাল ৯টায় মধ্যমেঘনার ভবানীপুর ইউনিয়নের চর-হাজারীর ৩নং গুচ্ছগ্রামে দফায় দফায় এ ঘটনা ঘটে। আহত মফিজুল ইসলাম দৌলতখান হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় আহত হয়েছে নাছির ও জাকির নামে আরও দুই যুবক। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অভিযুক্তরা হলেন, মাইনুউদ্দিন (৬৫) তার ছেলে সুমন (৪০) ও ফরহাদ (২৮)। তার ওই গুচ্ছগ্রামে বসবাস করেন।

হাসপাতালে চিকিৎসারত মফিজুল ইসলাম জানান, গবাদি পশু ও কৃষি কাজ করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। সকালে চড়ানো গরু দেখতে গেলে প্রতিপক্ষ মাইনুউদ্দিন সঙ্গে চড়ানো গরু নিয়ে তার বাকবিত-া হয়। এসময় কোন কিছু বুঝে ওঠার আগে মাইনুউদ্দিন লাঠি দিয়ে তাকে আঘাত করে। এতে তার তিনটি দাঁত ভেঙে যায়। এরপর সে ঘরে ফিরে আসলে মাইনুউদ্দিন তার ছেলে সুমন ও ফরহাদ ঘরের ছিটকিনি ভেঙে ঘরে ঢুকে তার হাত ভেঙে দেয়। মারধরের খবর পেয়ে প্রতিবেশি নাছির ও জাকির নামে দুই যুবক এগিয়ে আসলে তাদের ওপর ও হামলা চালানো হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করান। এবিষয়ে অভিযুক্তদের না পাওয়ায় বক্তব্য দেয়া যায়নি। দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১:৪৪:৩৪   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মিথ্যা মামলা থেকে অব্যাহতির দৌলতখানে দাবিতে মানববন্ধন
মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল, ১০ লাখ টাকার ক্ষতি
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, সাধারণ মানুষের ক্ষোভ
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
মাদ্রাসাছাত্রীকে তালাবন্ধ করে পরিবারসহ প্রেমিক লাপাত্তা
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
জমিজমা বিরোধ কেন্দ্র করে ভাই ও ভাইর স্ত্রীর উপর হামালার অভিযোগ কমিশনার কবিরের বিরুদ্ধে
ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন



আর্কাইভ