বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তালুকদারহাট সবুজ খাল নামক খাল পাড়ের মাটি ড্রেজার মেশিন দিয়ে কেটে নেওয়ার সময় ফজর আলী হাজি বাড়ির মুজিবল হকের ছেলে মোতাহার (৬০), মুজাপফর কোডের ছেলে অলিউল্লাহ (৬৫)সহ ড্রেজার শ্রমিক শাহে আলমের ছেলে রুবেল (৪০), মিন্টু মালের ছেলে শাহাবুদ্দিন (৩৫), নুরে আলমের ছেলে নাজিম (৩০)কে আটক করেছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল হাসান। তবে ড্রেজার মেশিন শ্রমিকরা লালমোহন উপজেলার গজারিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। সোমবার বিকাল সাড়ে ৫টায় দেউলা ইউনিয়নের ছেনিগ ব্রীজ নামক এলাকা থেকে ড্রেজার মেশিনে তালুকদারহাট সবুজ খাল নামক খাল পাড়ের মাটি কেটে নেওয়ার সময় তাদেরকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাটি না কাটা ও খাল পাড়ের গর্ত ভরাট করার শর্তে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।
ড্রেজার মেশিনে খাল পাড়ের মাটি কেটে নেওয়া বন্ধ করায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল হাসান এর প্রসংশা করেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ২:০৪:২২ ১৫১ বার পঠিত