আল আমিন ॥
বেলা আছরের নামায বাদ বরেণ্য এই রাজনীতিবিদকে শ্রদ্ধা জানাতে জানাজার নামাজের হাজারো মানুষের ঢল নামে। রতনপুর বাজার মাঠ প্রাঙ্গনে বিভিন্ন এলাকা থেকে জড়ো হন সকল শ্রেণি-পেশার মানুষ। এক পর্যায়ে জানাযায় মানুষের উপস্থিতি মাঠ পরিপূর্ণ হয়। সোমবার বিকেল পাঁচটায় রতনপুর মাদ্রাসায় শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তরিক মিয়ার জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার পূর্বে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুস মিয়া ও সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, পরিবারের পক্ষ থেকে তার সহোদর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিয়া।
৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় তার নিজ বাড়িতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়, তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে স্ট্রোক করার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও শিবপুর ইউনিয়ন এর সহ-সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রীসহ তিন ছেলে সন্তান ও বহু গুণগ্রাহী ভক্তবৃন্দ রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ২:০৩:১৩ ১৮৬ বার পঠিত