সাড়ে ৮ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে হজে গেলেন ভারতীয় যুবক শিহাব

প্রচ্ছদ » আন্তর্জাতিক » সাড়ে ৮ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে হজে গেলেন ভারতীয় যুবক শিহাব
বুধবার, ১৪ জুন ২০২৩



আন্তর্জাতিক ডেস্ক।।

সাড়ে আট হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে হজ করতে গেলেন ভারতের এক মুসলিম যুবক। পদব্রজে কেরালা থেকে সৌদি আরব যেতে তার সময় লেগেছে প্রায় এক বছর। পথে ভিসা বা অনুমতি নিয়ে নানা জটিলতা হলেও দমে যাননি। পাকিস্তান, ইরান ও কুয়েত হয়ে পোঁছে গেছেন সৌদিতে। পবিত্র মক্কা নগরীতে শুরু করেছেন হজের আনুষ্ঠানিকতাও। বিরল কীর্তিতে সৌদিতেও সাড়া ফেলেছেন ভারতীয় এ নাগরিক। খবর টাইমস নাউ নিউজের।

---

পুরনো দিনে যখন মোটরযান ছিলো না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ পালনে হেঁটে সৌদি আরব যেতেন ধর্মপ্রাণ মুসলিমরা। একসময় মাসের পর মাস জাহাজে থাকতে হতো হজযাত্রীদের। তবে প্রযুক্তির কল্যাণে হজযাত্রার এসব চ্যালেঞ্জ এখন কেবলই ইতিহাস।

অবিশ্বাস্য এক কীর্তিতে একবিংশ শতাব্দীতে সেই ইতিহাস ফিরিয়ে আনলেন ভারতের শিহাব চট্টু। সবাই যখন বিমান কিংবা দ্রুতগতির জাহাজের যাত্রী, কেরালার মালাপ্পুরাম থেকে তিনি হেঁটেই গিয়েছেন মক্কায়।

গত বছরের জুনে শুরু হয় ২৯ বছর বয়সী এই যুবকের হজযাত্রা। ৮ হাজার ৬শ’ ৪০ কিলোমিটার হেঁটে প্রায় এক বছর পর পৌঁছেছেন পবিত্র নগরী মক্কায়। প্রতিদিনে গড়ে ত্রিশ কিলোমিটারেরও বেশি পথ হেঁটেছেন শিহাব।

 

নিজ দেশ ভারতেই হাঁটতে হয়েছে তিন হাজার কিলোমিটার পথ। পরে পাড়ি দিতে হয়েছে পাকিস্তান, ইরান ও কুয়েত। দীর্ঘ পথচলায় এসেছে অনেক বাধা-বিপত্তিও। পাকিস্তানের ভিসা পেতেই অপেক্ষা করতে হয়েছে চার মাসের বেশি। তবে হাল ছাড়েননি; ট্রানজিট ভিসার জন্য অপেক্ষার দীর্ঘ এ সময় পাঞ্জাবের একটি স্কুলে রাত কাটিয়েছেন।

পাকিস্তান থেকে ইরান; সেখান থেকে কুয়েত। এরপরই হয়েছে স্বপ্নপূরণ। কুয়েতের সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের পর শুরুতে গেছেন মদিনায়। সেখানে ২১ দিন থাকার পর পায়ে হেঁটেই রওনা হন মক্কার উদ্দেশে। ৯ দিন হেঁটে ৪৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান শেষ গন্তব্য মক্কায়।

নিজের ইউটিউব চ্যানেলে এই দীর্ঘ যাত্রার প্রতিদিনের আপডেট জানিয়েছেন শিহাব। তার দাবি, পূর্বপুরুষদের হেঁটে মক্কা যাওয়ার গল্প শুনেই অনুপ্রাণিত হয়েছেন ব্যতিক্রমী হজযাত্রায়। যেতে তার সময় লেগেছে প্রায় এক বছর। পথে ভিসা বা অনুমতি নিয়ে নানা জটিলতা হলেও দমে যাননি। পাকিস্তান, ইরান ও কুয়েত হয়ে পোঁছে গেছেন সৌদিতে। পবিত্র মক্কা নগরীতে শুরু করেছেন হজের আনুষ্ঠানিকতাও। বিরল কীর্তিতে সৌদিতেও সাড়া ফেলেছেন ভারতীয় এ নাগরিক। খবর টাইমস নাউ নিউজের।

পুরনো দিনে যখন মোটরযান ছিলো না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ পালনে হেঁটে সৌদি আরব যেতেন ধর্মপ্রাণ মুসলিমরা। একসময় মাসের পর মাস জাহাজে থাকতে হতো হজযাত্রীদের। তবে প্রযুক্তির কল্যাণে হজযাত্রার এসব চ্যালেঞ্জ এখন কেবলই ইতিহাস।

অবিশ্বাস্য এক কীর্তিতে একবিংশ শতাব্দীতে সেই ইতিহাস ফিরিয়ে আনলেন ভারতের শিহাব চট্টু। সবাই যখন বিমান কিংবা দ্রুতগতির জাহাজের যাত্রী, কেরালার মালাপ্পুরাম থেকে তিনি হেঁটেই গিয়েছেন মক্কায়।

গত বছরের জুনে শুরু হয় ২৯ বছর বয়সী এই যুবকের হজযাত্রা। ৮ হাজার ৬শ’ ৪০ কিলোমিটার হেঁটে প্রায় এক বছর পর পৌঁছেছেন পবিত্র নগরী মক্কায়। প্রতিদিনে গড়ে ত্রিশ কিলোমিটারেরও বেশি পথ হেঁটেছেন শিহাব।

নিজ দেশ ভারতেই হাঁটতে হয়েছে তিন হাজার কিলোমিটার পথ। পরে পাড়ি দিতে হয়েছে পাকিস্তান, ইরান ও কুয়েত। দীর্ঘ পথচলায় এসেছে অনেক বাধা-বিপত্তিও। পাকিস্তানের ভিসা পেতেই অপেক্ষা করতে হয়েছে চার মাসের বেশি। তবে হাল ছাড়েননি; ট্রানজিট ভিসার জন্য অপেক্ষার দীর্ঘ এ সময় পাঞ্জাবের একটি স্কুলে রাত কাটিয়েছেন।

পাকিস্তান থেকে ইরান; সেখান থেকে কুয়েত। এরপরই হয়েছে স্বপ্নপূরণ। কুয়েতের সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের পর শুরুতে গেছেন মদিনায়। সেখানে ২১ দিন থাকার পর পায়ে হেঁটেই রওনা হন মক্কার উদ্দেশে। ৯ দিন হেঁটে ৪৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান শেষ গন্তব্য মক্কায়।

নিজের ইউটিউব চ্যানেলে এই দীর্ঘ যাত্রার প্রতিদিনের আপডেট জানিয়েছেন শিহাব। তার দাবি, পূর্বপুরুষদের হেঁটে মক্কা যাওয়ার গল্প শুনেই অনুপ্রাণিত হয়েছেন ব্যতিক্রমী হজযাত্রায়।

বাংলাদেশ সময়: ১২:৪৬:০৬   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
গাজায় প্রতি ঘণ্টায় দুজন মায়ের মৃত্যু: জাতিসংঘ
গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৬৫ ফিলিস্তিনি
বিদ্রোহীদের হামলা: ভারতে পালাল মিয়ানমারের ৬০০ সেনা
এবার ইরানকে যে হুশিয়ারি দিলেন নেতানিয়াহু
রাশিয়ার জন্য নতুন ড্রোন বানাল ইরান, ব্যবহৃত হবে ইউক্রেনে
‘গাজায় জীবন বাঁচানোর কোনো কিছু নেই’
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও গাজার ধ্বংসযজ্ঞ বড়’
গাজার যুদ্ধবিরতি নিয়ে জাতিসঙ্ঘের জরুরি সভা



আর্কাইভ