গাজার যুদ্ধবিরতি নিয়ে জাতিসঙ্ঘের জরুরি সভা

প্রচ্ছদ » আন্তর্জাতিক » গাজার যুদ্ধবিরতি নিয়ে জাতিসঙ্ঘের জরুরি সভা
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩



---

আন্তর্জাতিক ডেস্ক ॥

গাজা যুদ্ধ নিয়ে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের জরুরি সভা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের বিরতি নিয়ে আলোচনার জন্য ফের মঙ্গলবার জরুরি সভা আহ্বান করেছে মিশর ও মৌরতানিয়া। তারা নিরাপত্তা পরিষদের রেজুলেশন ৩৭৭/এ (ভি) এর অধীনে এই সভা আহ্বান করে। ওই ধরায় বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ যদি শান্তি বজায় রাখার প্রাথমিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তবে জিএ পদক্ষেপ নিতে পারবে।

এর আগে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জিএ-এর শেষ বৈঠক হয়েছিল গত ২৭ অক্টোবর। এ সময় গাজায় যুদ্ধবিরতির জন্য ১২০টি দেশ জর্ডানের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল।

এদিকে, গাজা উপত্যকার পরিস্থিতি ‘বিপর্যয়কর, প্রলয়ঙ্করী।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি যে ধরনের ক্ষতির মুখে পড়েছিল, গাজায় তার চেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে। এমন মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিবিদ যোশেপ বরেল।

তিনি সোমবার বলেন, ‘পশ্চিম তীরে চরমপন্থী বসতি স্থাপনকারদের সহিংসতায়ও’ ইউরোপিয়ান ইউনিয়ন আতঙ্কিত। তিনি জেরুসালেমে আরো ১,৭০০ বাড়ি ইউনিট নির্মাণের ইসরাইলি সরকারের সিদ্ধান্তেরও নিন্দা করেন। তিনি বলেন, ব্রাসেলস মনে করে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

হামাসের আক্রমণটির কারণে গ্রুপটিকে ইউরোপিয়ান ইউনিয়নের সন্ত্রাসী সংগঠনের তালিকায় স্থান পাওয়ার উপযুক্ত- এমন কথা উল্লেখ করে বরেল বলেন যে বেসামরিক মৃত্যু এবং বেসামরিক স¤পত্তি ও অবকাঠামো ধ্বংসের আলোকে ইসরাইলি সামিরক বাহিনীর অভিযানও আনুপাতিকের চেয়ে অনেক বেশি হয়েছে।

তিনি বলেন, মানুষের দুর্ভোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জের সৃষ্টি করেছে।

তিনি বলেন, মোট মৃত্যুর ৬০ থেকে ৭০ ভাগ হচ্ছে বেসামরিক মৃত্যু। আর ৮৫ ভাগ লোক অভ্যন্তরীণভাবে স্থানচ্যুত।

তিনি বলেন, গাজার ভবন ধ্বংস দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নগরীগুলো যে ধরনের ধ্বংসের মুখে পড়েছিল, তার চেয়েও অনেক বেশি।

সূত্র : আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৮:৩৫:২১   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
গাজায় প্রতি ঘণ্টায় দুজন মায়ের মৃত্যু: জাতিসংঘ
গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৬৫ ফিলিস্তিনি
বিদ্রোহীদের হামলা: ভারতে পালাল মিয়ানমারের ৬০০ সেনা
এবার ইরানকে যে হুশিয়ারি দিলেন নেতানিয়াহু
রাশিয়ার জন্য নতুন ড্রোন বানাল ইরান, ব্যবহৃত হবে ইউক্রেনে
‘গাজায় জীবন বাঁচানোর কোনো কিছু নেই’
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও গাজার ধ্বংসযজ্ঞ বড়’
গাজার যুদ্ধবিরতি নিয়ে জাতিসঙ্ঘের জরুরি সভা



আর্কাইভ