ভোলার সিনিয়র আইনজীবী মোঃ আলাউদ্দিন আর নেই ॥ তোফায়েল আহমেদ এর শোক প্রকাশ

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলার সিনিয়র আইনজীবী মোঃ আলাউদ্দিন আর নেই ॥ তোফায়েল আহমেদ এর শোক প্রকাশ
বুধবার, ২১ মার্চ ২০১৮



---
এম শাহরিয়ার জিলন ॥
ভোলা জেলা আওয়ামী লীগের ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি, আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য, ভোলা জেলা আইন সহায়তা কমিটি ও ব্লাষ্টের প্যানেল সদস্য সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন আর নেই। মঙ্গলবাল (২০ মার্চ) ১২টার সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়ে, স্ত্রী সহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০টায় মরহুমের বাড়ী দরজায় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমর এ্যাড: মোঃ আলাউদ্দিন এর মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও মরহুম আলাউদ্দিন এর মৃত্যতে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল মমিন টুলু, সহসভাপতি যথাক্রমে আলহাজ্ব দোস্ত মাহামুদ, হামিদুল হক বাহালুল, এ্যাড: জুলফিকার আহমেদ, পিপি এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, আফসার উদ্দিন বাবুল, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা আ’লীগের ১নং সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকীব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আ’লীগের সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: ওবায়দুর রহমান শাজাহান, সাধারন সম্পাদক এ্যাডঃ নুরুল আলম নুরন্নবী গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোলা জেলার আহ্বায়ক হামিদুর রহমান হাসিব, সদস্য সচিব আদিল হোসেন তপু এ্যাড: আলাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন ভোলা সদর উপজেলার জামিরালতা গ্রামের মৃত মোঃ এছাহাক ও মৃত বীর মুক্তিযোদ্ধা কাজী তফুরা খাতুনের ঘরে ইংরেজী ১৯৪৮ সালের ২ এপ্রিল জন্মগ্রহণ করেন। মরহুম আলাউদ্দিন কর্মময় জীবনে ২০০৮ ও ২০০৯ সনে নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক, একাধিকবার আইনজীবী সমিতির অডিটর, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এ.পি.পি’র দায়িত্ব পালন, ২০১০ সনে বিশেষ পি.পি, ভোলা পৌরসভা ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তন আইন উপদেষ্টা, ভোলা বাস মালিক সমিতি ও চরফ্যাশন মিনিবাস সমিতির আইন উপদেষ্টার দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি ভোলা জেলা আওয়ামী লীগের ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি, আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য, ভোলা জেলা আইন সহায়তা কমিটি ও ব্লাষ্টের প্যানেল সদস্য, ওবায়দুল হক মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ছিলেন। মরহুম আলাউদ্দিন জামিরালতা সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য। জামিরালতা মরহুম এছাহাক মিয়া মসজিদের প্রতিষ্ঠাতা। ১৯৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় ও জলোচ্ছাসে ক্ষতিগ্রস্থ এলাকায় বিচারপ্রতি মরহুম আঃ হাই চৌধুরী সাহেবের নেতৃত্বে আন্তর্জাতিক রেডক্রস টিম পরিচালনার দায়িত্ব পালন করেন। আইনপেশা ও সমাজসেবায় অবদানের জন্য ২০০৮ সনে ওশান সিটি বর্ণালী পার্সোনালিটি এ্যাওয়ার্ড লাভ করেন।

বাংলাদেশ সময়: ০:২৬:২০   ১১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন
ভোলা বারের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু আর নেই
ভোলায় শিক্ষার্থীদের নিয়ে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার
ভোলা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত
ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আওয়ামীলীগ প্যানেল জয়ী
ভোলায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
নাশকতার মামলায় টুকু-জুয়েলসহ বিএনপির ২৯ নেতাকর্মীর কারাদণ্ড
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড



আর্কাইভ