লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহনের জমির জমা বিরোধীদের জেরধরে আমির হোসেনের ছেলে সুজনের উপর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আমির হোসেন লালমোহন উপজেলার ফরজগঞ্জ ইউনিয়ন ৯নং ওয়ার্ড আবুকুঞ্জ এলাকার আব্দুল মোনাফির ছেলে।
আমির হোসেন জানান, ২৩-০১-০৬ সালে দাদা তাইমুদ্দিনের কাছ থেকে মহেশখালী মৌজা ৭৭নং খতিয়ানে ১৯৩নং কাবলা একটি দলিল সংগ্রহ করেন। ওই দলিলকৃত সম্প্রতিতে দীর্ঘদিন তারা বসবাস করলেও, পার্শ্ববর্তী এলাকার জলিল মিয়া তাদের এই স¤পত্তির উপর দীর্ঘদিন দখলের পায়তারা করে আসছিল।
এটা নিয়ে কয়েকবার বসা বসি হলেও জলিল গংরা তাদের কোন কথাই মানেন না, শনিবার সকাল দশটার দিকে কথা কাটাকাটি নিয়ে আমি হোসেনের ছেলের উপর হামলা করে জলিল গংরা।
এ বিষয়ে জানতে চাইলেও অভিযুক্ত জলিল গংরা বলেন, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিচ্ছে, তারা উল্টা আমাদের জন্য দখলীয় জমি দখলের পায়তারা করছে।
বাংলাদেশ সময়: ১:৫৮:৩২ ১৫৬ বার পঠিত