ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন
সোমবার, ২২ এপ্রিল ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভালো মানুষ তাদের কর্মে বেঁচে থাকেন। মানুষ তাদের স্মরণ রাখেন। আওয়ামী লীগকে সংগঠিত করতে লাভু’র অবদান রয়েছে। দলের জন্য তার যে ত্যাগ ছিলো তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি কর্মজীবনেও সফল ছিলেন। আইন পেশায় সাধারণ মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে কাজ করেছেন। আশরাফ হোসেন লাভুর মৃত্যুতে আমরা একজন ত্যাগি নেতাকে হারালাম। দোয়া করি মহান আল্লাহ লাভুকে জান্নাতের সুউচ্চ মাকাম নসীব করুন। রোববার (২১ এপ্রিল) দুপুরে ভোলা জেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট সৈয়দ আশরাফুল হোসেন লাভুর জানাজাকালে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। এ সময় রাষ্ট্রিয় মর্যাদায় সম্মান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সচল চন্দ শীল। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলমগীর হোসাইন। সম্মান জানান, জজকোর্টের বিচারকবৃন্দ, আইনজীবী ও মুক্তিযোদ্ধা সংসদ। জানাজা নামাজে ইমামতি করেন, মরহুমের মামা শ্বশুর ভোলা পীর সুফি ওয়াদুদুর রহমান র.।

শোক জানানোর পাশাপাশি জানাজায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ অহিদুর রহমান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য হামিদুল হক বাহালুল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শওকাত হোসেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান লিটু, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিটি এ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন, জেলা ক্রীড়া সংস্থার স¤পাদক ইয়ারুল ইসলাম লিটনসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

জানাজা পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মাহামুদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, মরহুমের বড় ছেলে সৈয়দ আশিক। উপস্থাপনা করেন, মরহুমের শ্যালক সাংবাদিক মনিরুল ইসলাম।

শোক প্রকাশঃ মরহুম সৈয়দ আশরাফ হোসেন লাভুর মৃত্যুতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, হারুন অর রশিদ টুম্যান গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১২:৫৩:২১   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন
ভোলা বারের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু আর নেই
ভোলায় শিক্ষার্থীদের নিয়ে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার
ভোলা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত
ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আওয়ামীলীগ প্যানেল জয়ী
ভোলায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
নাশকতার মামলায় টুকু-জুয়েলসহ বিএনপির ২৯ নেতাকর্মীর কারাদণ্ড
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড



আর্কাইভ