ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রচ্ছদ » ইসলাম » ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



---

আল আমিন ॥

বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলাম-ই একমাত্র সমাধান এ শ্লোগানকে সামনে রেখে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন কমিটির সভাপতি আবু জাফর, সহ-সভাপতি এইচ এম হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান নির্বাচিত হোন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলাস্কুল) মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েব আমীর মুফতি ফয়জুল করিম।

এসময় তিনি বলেন, বিদ্যমান শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে সর্বস্তরের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আজকে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটার কারণ হচ্ছে ছাত্র সমাজের মাঝে নৈতিকতার বিপর্যয় ঘটেছে। আগামী দিনের নৈতিকতা সম্পন্ন ছাত্রসমাজ গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কাজ করে যাচ্ছে।ইসলামী ছাত্র আন্দোলনের ভোলা জেলা সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী। জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী।

এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলনের জেলা সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মমিন, সাংগঠনিক স¤পাদক মাওলানা ইউসুফ আদনান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচ এম ইব্রাহিম,ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি মাওলানা কামরুল ইসলাম এছাড়াও সম্মেলনে বিভিন্ন সহযোগী সংগঠন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি আগামী ২০২৪ সেশনের জন্য ভোলা উত্তর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির ঘোষণা করেন। এতে সভাপতি আবু জাফর, সহ-সভাপতি এইচ এম হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ২২:১৪:৫৬   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


বেফাক ভোলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সংবর্ধনা
ভোলার প্রবীণ আলেম মাওলানা ওমর ফারুক সাহেব লাইফ সাপোর্টে
ভারতের রাসূল সা.কে কটুক্তির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
ভোলায় ফাতেমা খানম কলেজে সপ্তাহব্যাপী বার্ষিক সিরাতুন্নবী উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহানবীকে সা. কটূক্তির প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ
ভারতে মহানবী সা. কে নিয়ে কটুক্তি ভোলায় শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ
জেলা প্রশাসকের সাথে ইসলামী যুব আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ
রাসুল সাঃ এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিন: ডক্টর মাওলানা ঈসা শাহেদী
তজুমদ্দিনে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. পালিত



আর্কাইভ