আজকের ভোলা রিপোর্ট ॥
ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। (মঙ্গলবার) ২রা এপ্রিল বিকেলে শহরের কালীনাথ রায়ের বাজার ফুড ফ্যাক্টরী চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারী’র সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জয়েন্ট সেক্রেটারি মুফতি আবদুল মমিন, সাংগঠনিক স¤পাদক মাওলানা ইউসুফ আদনান, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন জেলা ভারপ্রাপ্ত ছাত্র যুব বিষয়ক সম্পাদক এইচ এম ইব্রাহিম আরিফ,জাতীয় শিক্ষক ফোরাম জেলা সহসভাপতি মাওলানা সামছুল আলম চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা পৌরসভা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সবুজ, সদর উপজেলা সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা সভাপতি মোঃ বশির পাটোয়ারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৩০ ২৪১ বার পঠিত