আল আমিন:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদরের বাপ্তা ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ই এপ্রিল) সকালে বাপ্তা ইউনিয়ন এর মৌচাক তেমাথা বাজারে ইউনিয়ন সভাপতি জাকির হোসেন মনসুরের সভাপতিত্বে ঈদের বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এইচ এম ইব্রাহিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সহসভাপতি, মাওলানা শামসুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাদী হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানার সেক্রেটার জহুরুল ইসলাম, ভোলা পৌরসভা সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সবুজ, বাপ্তা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, অর্থ সম্পাদক ফিরোজ আহমাদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন,”রাষ্ট্রের একজন নাগরিক যদি ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয় এটার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হয়। ইসলামী রাষ্ট্রের মূল দায়িত্ব নাগরিকের কল্যাণ। কিন্তু আমরা যে রাষ্ট্রে বসবাস করি এ রাষ্ট্রের দায়িত্বশীলরা নিজেদেরকে সেবক থেকে মালিক রূপান্তরিত করেছে তাই জনগণ খেয়ে আছে নাকি না খেয়ে আছে সেদিকে কোন ভ্রুক্ষেপ করছে না। অনুষ্ঠান শেষে শতাধিক গরীব অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৪০:২৯ ২৫৬ বার পঠিত