সৌদি আরবের সাথে মিল রেখে ভোলায় ঈদের নামাজ অনুষ্ঠিত

প্রচ্ছদ » ইসলাম » সৌদি আরবের সাথে মিল রেখে ভোলায় ঈদের নামাজ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

বুধবার  (১০ এপ্রিল) সকাল ৯টার সময় সৌদি আরবের সাথে মিল রেখে ভোলা জেলার কয়েকটি ইউনিয়নে প্রায় পাঁচ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। যদিও পুরো জেলায় বিশ লক্ষ্য মানুষের বসবাস। মূলত এই জনগোষ্ঠীরা সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়া দরবার শরীফের অনুসারী।

সুরেশ্বরী দরবার শরীফের খলিফা আলহাজ্ব গোলাম মাওলা মনজু নুরী জানান, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে আমরা তিন হাজার পরিবারের প্রায় পাঁচ হাজার মানুষ সৌদির সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করি।

বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মজনু মিয়া বাড়ির জামে মসজিদে সকাল নয়টার দিকে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে আমিই ইমামতি করেছি।

অন্যদিকে একই ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ির দরজার মসজিদে একই সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখানে ইমামতি করেছেন মাও: আনোয়ার হোসেন।

অন্যদিকে টবগী ১নং ওয়ার্ডের পনচাইত বাড়ীর মসজিদ হাফেজ তানজীল নামাজের ইমামতি করেন।

মাও: আনোয়ার হোসেন জানান, তারা প্রতি বছর ই সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন ও ঈদ উৎযাপন করেন। তারই ধারাবাহিকতায় গত ১১ মার্চ সৌদির সাথে মিল রেখে রোজা রাখায় ৩০ রোজা পূর্ণ হয়েছে। আর আজ ঈদ উৎযাপন করছি।

মজনু মিয়া বলেন, শুধু বোরহানউদ্দিন উপজেলাতেই নয়, ভোলা সদর, দৌলতখান,লালমোহন, তজুমউদ্দিন, চরফ্যাশন ও মনপুরা সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ আজ আমাদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন।

বাংলাদেশ সময়: ০:২৮:০৪   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
ভোলায় ইসলামী আন্দোলনের পক্ষে থেকে ঈদ সামগ্রী বিতরণ
সৌদি আরবের সাথে মিল রেখে ভোলায় ঈদের নামাজ অনুষ্ঠিত
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় ‘সৃষ্টির সেবা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আঞ্জুমান মুফিদুল ইসলাম ভোলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী বাসু দাসের সর্বোচ্চ শাস্তি দাবি
রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল



আর্কাইভ