স্টাফ রিপোর্টারর ॥
ইসলামি ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল ১০টায় ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে, আমির দৈনিক আজকের ভোলা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন।
জেলা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল কাদেরের কন্ঠে কুরআন তেলাওয়াত এবং ভোলা পৌর সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম সাইফির কণ্ঠে হামদ পরিবেশনের মাধ্যমে সবার কার্যক্রম শুরু হয়। প্রোগ্রামের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের জেলা আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান।
আন্দোলনের জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা মাকসুদুল্লাহ আমিনী, জেলা নায়েবে আমির ও আহবায়ক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি।
বক্তব্য পেশ করেন বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জেলা নির্বাহী সদস্য, মাওলানা এ এম এম কামাল উদ্দিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ মাওলানা মোঃ মুজির উদ্দিন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, অধ্যক্ষ মাওলানা আহমাদুল্লাহ আনসারী সাবেক জেলা আমির, মাওলানা মীর মোহাম্মদ বেলায়েত হোসেন জেলা নায়েবে আমির, মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী জেলা জয়েন সেক্রেটারি ও সদস্য সচিব অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি, মাওলানা নাসরুল হামিদ জেলা জয়েন্ট সেক্রেটারি, উপাধ্যক্ষ মাওলানা আবু তাহের লালমোহন উপজেলা আমির, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল জাফরী জেলা জয়েন সেক্রেটারি, মাওলানা মোঃ আমিনুল একরাম জেলা নির্বাহী সদস্য, মাওলানা মোঃ ইয়াকুব আলী জেলা তালিম ও তারবিয়াত স¤পাদক, মাওলানা আবু সুফিয়ান মোহাম্মদ শফিকুল্লাহ ভোলা পৌর আমির।
সংগঠনের নিয়মিত আমল পাঠ করে শুনান ভোলা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী শাহেদুল ইসলাম তালুকদার। সার্বিক তত্ত্বাবধান করেন জেলা সাংগঠনিক স¤পাদক মাওলানা সাইফুল্লাহ খান ও সদর উপজেলা আমির মাওলানা মনির আহমদ খান।
সভা শেষ পর্যায়ে জেলা আমির পুরাতন জেলা কমিটি বিলুপ্ত ঘোষণার পর প্রধান মেহমান ও কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন কন্ঠ ভোটে অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খানকে জেলা আমির, মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে সাধারণ স¤পাদক ও মাওলানা সাইফুল্লাহ খানকে সাংগঠনিক সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১:০০:০৭ ১৮০ বার পঠিত