আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি আবদুল জব্বার কলেজের বিজ্ঞান শাখার একাদশ শ্রেণির ছাত্রী বৃত্ত মিস্ত্রী। কলেজ ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, সে খুব মেধাবী, ভদ্র ও পরিশ্রমী। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
বড় মানিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিলন কুমার গোলদার ও উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী মিস্ত্রীর সন্তান বৃত্ত মিস্ত্রী।
সরকারি আবদুল জব্বার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হালিম বলেন, বৃত্ত মিস্ত্রীর এ অর্জন কলেজের জন্য গৌরব। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
বাংলাদেশ সময়: ২:১৪:০৩ ২০৯ বার পঠিত