বেড়াতে নিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » বেড়াতে নিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনে বেড়ানোর কথা বলে এওয়াজপুর ইউনিয়নের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন একটি ডেইরী ফার্মে খামারের নির্জন বাগানে নিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক উৎপল চন্দ্র শীলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সোমবার ৪মার্চ দুপুরে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করেন শশীভূষণ থানা পুলিশ।

সূত্রে জানা যায়, গত ৩মার্চ রবিবার দুপুরে বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে ওই যুবতীকে ডেকে নিয়ে এওয়াজপুরের ওই ডেইরী ফার্মের নির্জন বাগানে ফেলে ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে যুবক উৎপল চন্দ্র শীল। ধর্ষক উৎপল শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের তপন চন্দ্র শীলের ছেলে। অপরদিকে ভুক্তভোগী যুবতীর বাড়ি পার্শ্ববর্তী চরকলমী ইউনিয়নের দক্ষিণ মঙ্গল গ্রামে এবং সে স্থানীয় মাঝেরচর মাদ্রাসার ফাযিল শ্রেণির ছাত্রী। রবিবার রাতে ধর্ষিতা বাদি হয়ে শশীভূষণ থানায় ধর্ষক উৎপল এবং তার সহযোগী সুমনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে আরও জানাযায়, এক সপ্তাহ আগে চলার পথে অটোতে যুবক উৎপলের সাথে যুবতীর দেখা ও পরিচয় হয়। ঘটনার দিন দুপুরে উৎপল বেড়ানোর কথা বলে যুবতীকে চরফ্যাশনের বশরত উল্যাহ চৌমুহনী এলাকায় ডেকে নেয়। সেখান থেকে ঘটনাস্থল এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন ডেইরী ফার্মের বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতার ডাক-চিৎকারে স্থানীয় রাসেল নামের এক যুবক ঘটনাস্থলে এসে ধর্ষণের ভিডিও ধারন করেন এবং ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মামলার এজাহারভূক্ত প্রধান আসামী উৎপলকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার অনুষ্ঠানিকতার জন্য ওই যুবতীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী সুমনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দ করা হয়েছে ধর্ষণের ভিডিও ফুটেজসহ প্রত্যক্ষদর্শী রাসেলের মোবাইল।

বাংলাদেশ সময়: ১:০৫:২১   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুখ্যাত ডাকাত শামসু আটক
নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, শশুড়বাড়ি থেকে ভন্ড হারুন গ্রেফতার
বোরহানউদ্দিনে ব্যবসায়ীদের ঘরে ফিরতে ভয়, নতুন দুর্বৃত্তের উত্থান!
ভোলার মেঘনায় অবৈধ জাল সরাতে গিয়ে হামলার শিকার মৎস্য অফিসের ৫ জন
ভোলায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
চরফ্যাশনে বিএনপির নেতার বিরুদ্ধে চাদাঁবাজি ও জোড়পূর্বক গাছ কাটার অভিযোগ
চরফ্যাশন ওসমানগঞ্জ কাশেম বাহিনীর উৎপাত এখনো থামেনি
ভোলায় অতিদরীদ্র পরিবারের বেকার সদস্যদের প্রশিক্ষণ শেষে টুলস ও সার্টিফিকেট বিতরন
ভোলায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে অসহায় রোগীর স্বজনরা
ভোলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ আটক



আর্কাইভ