বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ভোলা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ভোলা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ভোলা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা হোমিও কলেজ মোড় ফুড ল্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের বরিশাল বিভাগের সভাপতি কাজী মফিজুল ইসলাম। গেষ্ট অব অনার ছিলেন, ভোলা সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ। বিষেশ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ভোলা জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম গোলদার।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ভোলা জেলা শাখার সভাপতি জাহিদুল হক শুভর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ভোলা শাখার সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ভোলা শাখার যুগ্ন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী জমাদ্দার, ডা: মো: শাহ আলম, বরিশাল সাইথ এ্যাপোলো মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হালিম রেজা মোফাজ্জলসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের ভোলা শাখার কোষাধক্ষ আরিফ হোসেন লিটন।

---

এ সময় বিগত এক বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। সভায় বক্তারা বলেন, ভোলা জেলায় ১৩২টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব প্রতিষ্ঠানে সাধারণ মানুষ যাতে যথাযথ সেবা পায় তা নিশ্চিত করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার রির্পোট যাতে সঠিক হয় তার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। পাশিপাশি অসহায় ও দরিদ্র রোগীদের ক্ষেত্রে বিশেষ ছাড় বা সহায়তা করা হয় সে ব্যাপার বলা হয়। এছাড়াও সরকারি নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনা করা ও পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতির মান নিয়ন্ত্রন করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে সকলে সফলতা কামনা করা হয়েছে। এ ছাড়াও আলোচনা সভার শুরুতে অতিথি বৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ০:১৪:১৮   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
বিজয়ী হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: মোশারেফ হোসেন
মটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ভোলা পৌরশহর ও বাজারে নেই পাবলিক টয়লেট ॥ জনগনের ভোগান্তি চরমে
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
শিক্ষা বিমুখ জেলেপল্লীর অধিকাংশ শিশু, জড়াচ্ছে বাপ-দাদার পেশায়
বেসরকারিভাবে শতভাগ পাশের হারের শীর্ষে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া: মোশারেফ হোসেন
নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ



আর্কাইভ