ভোলা অবৈতনিক স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা অবৈতনিক স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০



---
আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে বিদ্যালয়ের মাঠে ৪২টি ইভেন্টে স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিকাল ৪টায় পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্কুলের বর্তমানে যেসব সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে। এখানকার  শিক্ষার পরিবেশ আরো সুন্দর ও উন্নত করতে শিক্ষকদের আন্তরিক হতে হবে। আমরা চাই মূল্যবোধ স¤পন্ন প্রজন্ম গড়ে উঠুক। তাই শিক্ষকদের পাশাপাশি  অভিভাবকদেরও আন্তরিক হতে হবে।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন মনসুর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা, পৌরসভার প্যানেল চেয়ারম্যান শাহে আলম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফয়সাল। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  প্রধান শিক্ষক নুরুন নাহার বেগম।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩৮   ৫৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বিজয়ী হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: মোশারেফ হোসেন
মটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ভোলা পৌরশহর ও বাজারে নেই পাবলিক টয়লেট ॥ জনগনের ভোগান্তি চরমে
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
‘ক্যাব’ এর ভোলা জেলা কমিটি পুর্নগঠন
বেসরকারিভাবে শতভাগ পাশের হারের শীর্ষে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া: মোশারেফ হোসেন
নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



আর্কাইভ