ভোলায় টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
রবিবার, ১৭ মার্চ ২০২৪



---

মোঃ তানজিল ॥

ভোলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ মার্চ ২০২৪) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।

এ সময় নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে লিখিত পরীক্ষা সম্পন্ন করেন। উক্ত পরীক্ষায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ও ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় পরীক্ষা কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।

পুলিশ সুপার বলেন, আমরা বিচক্ষণ ভাবে কাজ করার চেস্টা করেছি। আমরা ভোলায় শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করতে চাই। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, অন্য কোন যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না।

নিয়োগ বোর্ডের সভাপতি প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

ভোলা জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে ভোলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ ভোলা জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:১৬   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


বিজয়ী হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: মোশারেফ হোসেন
মটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ভোলা পৌরশহর ও বাজারে নেই পাবলিক টয়লেট ॥ জনগনের ভোগান্তি চরমে
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
‘ক্যাব’ এর ভোলা জেলা কমিটি পুর্নগঠন
বেসরকারিভাবে শতভাগ পাশের হারের শীর্ষে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া: মোশারেফ হোসেন
নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



আর্কাইভ