এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনে মোঃ আরিফ গাজী (২১) নামের এক যুবকের সুপারি বাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৭টার সময় উপজেলার কুতুবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানিকার হাট বাজার সংলগ্ন বাগান থেকে হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ জানতে পেরে, ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ উদ্ধার করে বোরহানউদ্দিন থানায় নিয়ে যান। বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আরিফ গাজী ওই গ্রামের মৃত সিদ্দিক গাজীর ছেলে। সে দীর্ঘদিন যাবত ঢাকার একটি লাইটিং হাউজে কাজ করতেন।
মৃত আরিফের পরিবার জানায়, গতকাল রাতে সে ঢাকা থেকে বাড়ি এসেছে, মায়ের সাথে দেখা করেই রাত ১২টার দিকে বাড়ী থেকে বের হন। আর ফিরে আসেন না। অনেক খোঁজখুজির পর, ভোর বেলা পাশের বাগানের রেইনট্রি গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে মা চিৎকার করলে লোকজন জড়ো হন। এর পর ঔ অবস্থায় মরদেহটি বোরহানউদ্দিন থানা পুলিশ উদ্ধার করে।
আরিফের মা হোসনেয়ারা বেগম ছাড়াও চার ভাই ও এক বোন সহ পাঁচ সদস্যদের ছোট ছেলে আরিফ। কে বা কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত কেউ জানেন না,তবে মৃতের মা হোসনেয়ার দাবি এটা পরিকল্পিত হত্যা। এর সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার চান তিনি। এই বিষয় থানায় লিখিত অভিযোগ করেছেন পরিবার।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ফকির জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যান, মরদেহ উদ্ধার করে, ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এই হত্যার মূল রহস্য উদঘাটন সম্ভব। তবে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০:৪৫:৫৭ ৫৪৪ বার পঠিত