ভোলায় পুলিশের বাধায় এগোতে পারেনি বিএনপির কালো পতাকা মিছিল

প্রচ্ছদ » জেলা » ভোলায় পুলিশের বাধায় এগোতে পারেনি বিএনপির কালো পতাকা মিছিল
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় পুলিশের বাধায় এগোতে পারেনি বিএনপির কালো পতাকা মিছিল। দলীয় কার্যালয়ের সামনেই কর্মসূচি শেষ করতে হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দ্বাদশ জাতীয় সংসদ বাতিলসহ নানা দাবিতে জেলা বিএনপি এই মিছিলের আয়োজন করে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ফলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাঁরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ আবারও বাধা দেয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ‘অবৈধ নির্বাচন মানি না, বাতিল কর’, ‘ডামি নির্বাচন মানি না, মানব না’, ‘ডামি সরকার চাই না, পদত্যাগ কর’সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

এ সময় ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পীযুষ কান্তি হালদার, সদস্য লোকমান হোসেন গোলদার, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সদ্য কারামুক্ত ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমির হাওলাদার, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান তসলিমসহ অন্য নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, বর্তমান ডামি সংসদে দেশ ও জনগণের কথা বলার মত কেউ নেই। আওয়ামী লীগ দেশকে তাদের দলীয় স¤পত্তিতে পরিণত করেছে। তিনি এই অবৈধ সংসদ বাতিলের দাবী জানান।

বাংলাদেশ সময়: ০:৪৬:৪১   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ভোলায় মানববন্ধন
উধাও খাদ্যবান্ধবের ডিলাররা: চাল না পেয়ে কষ্টে ৫০ হাজার পরিবার
ভোলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
আবাসিক এলাকায় ইটভাটা, কৃষি ও পরিবেশের মারাত্মক ক্ষতি
ভোলায় চিকিৎসা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি ॥ রোগীদের ভোগান্তি
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ভোলায় এক নারীসহ তিন মরদেহ উদ্ধার
ভোলায় শুরু হলো ছাগল ও ভেড়ার পিপিআর টিকা ক্যাম্পেইন
গুলশান থেকে গ্রেফতার ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৫ জন আটক



আর্কাইভ