স্টাফ রিপোর্টার ॥
ভোলায় পুলিশের বাধায় এগোতে পারেনি বিএনপির কালো পতাকা মিছিল। দলীয় কার্যালয়ের সামনেই কর্মসূচি শেষ করতে হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দ্বাদশ জাতীয় সংসদ বাতিলসহ নানা দাবিতে জেলা বিএনপি এই মিছিলের আয়োজন করে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ফলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাঁরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ আবারও বাধা দেয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ‘অবৈধ নির্বাচন মানি না, বাতিল কর’, ‘ডামি নির্বাচন মানি না, মানব না’, ‘ডামি সরকার চাই না, পদত্যাগ কর’সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
এ সময় ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পীযুষ কান্তি হালদার, সদস্য লোকমান হোসেন গোলদার, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সদ্য কারামুক্ত ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমির হাওলাদার, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান তসলিমসহ অন্য নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, বর্তমান ডামি সংসদে দেশ ও জনগণের কথা বলার মত কেউ নেই। আওয়ামী লীগ দেশকে তাদের দলীয় স¤পত্তিতে পরিণত করেছে। তিনি এই অবৈধ সংসদ বাতিলের দাবী জানান।
বাংলাদেশ সময়: ০:৪৬:৪১ ২১৫ বার পঠিত