অধ্যক্ষ মোশাররফ হোসাইন ভোলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

প্রচ্ছদ » লালমোহন » অধ্যক্ষ মোশাররফ হোসাইন ভোলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত
শুক্রবার, ১০ মে ২০২৪



---

লালমোহন প্রতিনিধি ॥

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ভোলা জেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইন। লালমোহন থানায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়ে গত ৬ মে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন তিনি।

আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইন ২০১৮ সনের ৫ অক্টোবর থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা অধ্যক্ষের দায়িত্ব পালন কওে আসছেন। তিনি ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে ১৯৯৪ সালে কামিল (স্নাতকোত্ত) ডিগ্রি অর্জন করে ২ নভেম্বর ১৯৯৬ সালের আরবি প্রভাষক হিসেবে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসায় যোগদান করেন।

দীর্ঘদিন যাবৎ তিনি বাংলাদেশের জমিয়াতুল মুদার্রেছীন জেলা ও উপজেলায় দায়িত্ব পালন করছেন। তার সকল কর্মকান্ডের ওপর বিবেচনা করে তাকে বিচারকগণ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেন। তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ডের কাদির হাওলাদার বাড়িতে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মাওলানা মোঃ মোখলেছুর রহমান ও মায়ের নাম মরিয়ামুন নেছা। ৮ ভাই বোনের মধ্যে তিনি সকলের বড়।

এদিকে তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সাংবাদিক, শিক্ষক, ছাত্র -ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩৩   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান কঠিন করে দিয়েছে আওয়ামীলীগ: মেজর হাফিজ
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৫জনকে পিটিয়ে রক্তাক্ত জখম
‘স্বামীকে ওরা হত্যা করেছে, সন্তানদের কী হবে?’
লালমোহনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
লালমোহনে পান চাষে স্বাবলম্বী কৃষক
লালমোহনে ফুটপাতের দেড় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
গ্রামগঞ্জ থেকে হারাচ্ছে আলোর বাহক নিশাচর জোনাকি
অসহায়ত্বে দিন কাটে নজিরের, রোজ চলে জীবিকার সংগ্রাম!
গত ৫৩ বছরে ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে নাই: ভোলায় মুফতি ফয়জুল করিম
এক বীর মুক্তিযোদ্ধার যুদ্ধজয়ের স্মৃতিকথা



আর্কাইভ