বাংলাদেশের যে আচরণ এখন অভ্যাসে পরিণত হয়েছে ইধিকা পালের

প্রচ্ছদ » বিনোদন » বাংলাদেশের যে আচরণ এখন অভ্যাসে পরিণত হয়েছে ইধিকা পালের
শুক্রবার, ২১ জুলাই ২০২৩



---

বিনোদন ডেস্ক।।

‘প্রিয়তমা’ ছবি দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। কাজ শেষে নিজের দেশে চলে গেছেন তিনি। কিন্তু ভালোবেসে সঙ্গে নিয়ে গেছেন ‘ইনশাআল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ শব্দ দুটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ইধিকা পাল।

তিনি জানান, কোনো কিছু ভালো হলে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ বলেন এবং কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন। তাদের এই আচরণ এখন অভিনেত্রীরও অভ্যাসে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘বাংলদেশের মানুষের একটা ব্যাপার আমার ভালো লেগেছে। সেটি হচ্ছে ইনশাআল্লাহ। সব কিছু ভালো হলে বলে ইনশাআল্লাহ। ওইটা আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে কোনো কিছু ভালো হলে আমিও বলে দিই ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে বিসমিল্লাহ। এই দুটি শব্দ আমি নিজের শব্দভাণ্ডারে রেখে দিয়েছি।’

ইধিকা কলকাতার সিরিয়ালের পরিচিত মুখ। ‘পিলু’ ও ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের মন জয় করেছেন তিনি। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে নাম লিখিয়েছেন তিনি। এতে তাকে দেখা গেছে ইতি চরিত্রে। সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:২৬   ৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ‘অভিশপ্ত আগস্ট’ ভোলায় মঞ্চায়ন
বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটিতে ভোলার অতনু ও বাঁধন
বুবলীর স্ট্যাটাসের পর এবার মুখ খুললেন অপু বিশ্বাস
চল্লিশেও স্নিগ্ধ বলিউড ‘বার্বিডল’, দিন শুরু করেন কিশমিশ খেয়ে
বাংলাদেশের যে আচরণ এখন অভ্যাসে পরিণত হয়েছে ইধিকা পালের
বিচ্ছেদ হয়নি, দুই মাস ধরে তবুও আলাদা রাজ-পরী
আবারও জায়েদ খানকে আক্রমণ নিপুণের
বুবলী ও পরীমনিকে নিয়ে সিনেমা বানাতে চান ঝন্টু
‘প্রিয়তমা’ এখন চরফ্যাশনে ॥ দেখতে দর্শকদের ভীড়
পরীমনিকে প্রেমের প্রস্তাব দিলেন ক্রিকেটার আশরাফুল

আর্কাইভ