অভিনয়ের মাধ্যমে বাল্যবিয়ে রোধে ভোলায় পথনাটক

প্রচ্ছদ » বিনোদন » অভিনয়ের মাধ্যমে বাল্যবিয়ে রোধে ভোলায় পথনাটক
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



---

ছোটন সাহা ॥

ভোলায় বেড়েই চলছে বাল্যবিবাহ। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কোমলমতী শিক্ষার্থীরা। চরম পর্যায়ে পৌঁছে যাওয়া এ বাল্যবিবাহ প্রতিরোধ এবং ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। এরই ধারাবাহিকতায় এবার অভিনয়ের মধ্যমে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে মাঠে নেমেছে সুশিলন নামের একটি বেসরকারি সংস্থা। বুধবার (১৮ অক্টোবর) বিকালে ভোলা শহরের পরানগঞ্জ স্কুল চত্বরে শতশত দর্শকের উপস্থতিতে পথনাটকটি মঞ্চায়িত হয়।

নাটক দেখানো হয়েছে কিভাবে গ্রামের মেয়েরা বাল্যবিয়ের শিকার হন। আরও দেখানে হয়েছে কিভাবে বাল্যবিয়ের বন্ধ করতে এবং এর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আইনের আওতায় আনার কৌশল। এমন সচেতনতামূলক নাটক দেখে দর্শকরা মুগ্ধ হওয়ার পাশাপাশি সচেতন হচ্ছেন।

---

শারমিন বেগম ও লাকি আক্তার বলেন, নাটকটি দেখে আমদের ভালো লেগেছে, আমরা বুজতে পেয়েছি বাল্যবিয়ের কুফল সম্পর্কে। এখন থেকে আমরা সচেতন হয়েছি।

বাস্তবমুখী এ পথনাটকে বিভিন্ন চরিত্র অভিনয় করা ব্যাক্তিরাও গ্রামগঞ্জে বলছেন ব্যাপক সাড়া পাচ্ছেন তারা।

চিলেকোঠার পরিচালক সাব্বির মুন্না বলেন, আমরা অভিনয়ের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছি। এরমাধ্যমে মানুষ সচেতন হবে বলে আমরা মনে করছি। দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছি।

আয়োজকরা মনে করছে পথনাটকের মাধ্যমে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাল্যবিয়ে কমিয়ে আনা সম্ভব।

সুশিলনের শরিনা আক্তার বলেন, গ্রামগঞ্জে বাল্যবিবাহের প্রবনতা অনেক বেশী, তাই আমরা নাটকের মাধ্যমে বাল্যবিবাহ সম্পর্ক মারুষকে সচেতন করছি। এরমাধ্যমে বাল্যবিবাহ অনেকাংশ কমে যাচ্ছে।

উল্লেখ্য, ইউনিসেফের পৃষ্টপোশকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশিলন এ নাটকের আয়োজন করে। প্রকল্প পরিদর্শনে ভোলায় এসে ইউনিসেফের বাংলাদশের ডেপুটি ডিরেক্টর সোনালী দয়ারত্বে নাটকটি উপভোগ করেন। ভোলায় বাল্যবিবাহের হায় প্রায় ৪০ ভাগ।

বাংলাদেশ সময়: ০:৩৯:২৮   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ
জমকালো আয়োজনে ভোলা থিয়েটায়ের বৈশাখী উৎসব অনুষ্ঠিত
ভোলায় ৩দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব ও পিঠামেলা শুরু
শাকিবের চেয়েও বেশি শিক্ষিতের ব্যাখ্যা দিলেন জায়েদ
ভিন্ন রকম ৬ গল্পে বাণী কাপুর
জয়ার অন্যরকম অভিষেক
ভোলায় বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল গণজাগরনের সাংস্কৃতিক উৎসব
অভিনয়ের মাধ্যমে বাল্যবিয়ে রোধে ভোলায় পথনাটক
বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় ‘অভিশপ্ত আগস্ট’ ভোলায় মঞ্চায়ন



আর্কাইভ