জমকালো আয়োজনে ভোলা থিয়েটায়ের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » জমকালো আয়োজনে ভোলা থিয়েটায়ের বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ভোলা থিয়েটারের বৈশাখী উৎসব। এবারের আয়োজনে ঐতিহ্য, উৎসব আর আবহমান বাঙালি সংস্কৃতি ফুটে ওঠে শিল্পীদের পরিবেশনায়।

প্রতি বছরের মতো এবারের আয়োজনেও নৃত্য ও সুরের মূর্ছানায় মুগ্ধ ছিলেন দর্শকরা। সোমবার (১৫ এপ্রিল) রাতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বৈশাখী উৎসবের আয়োজন করা হয়।

একই মাঠে জেলা প্রশাসনের বর্ষবরণ উৎসবের একদিন পর এমন আয়োজন থাকায় উৎসবে মাতোয়ারা ছিলেন দর্শকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব করেন ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন।

সংগীত শিল্পী তালহা তালুকদার বাঁধনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ অপু।

বৈশাখী উৎসবের এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘হৃদয়পুরে কথায়-সুরে’ ‘থাকুক সারা বছরজুড়ে’। সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার হাজারো মানুষ এ উৎসবে উপস্থিত ছিলেন।

হাতের মুঠোয় হাজার বছর-আমরা চলেছি সমানে এ স্লোগানকে সামনে রেখে দ্বীপের এ ঐতিহ্যবাহী সংগঠনটি প্রায় দুই যুগের বেশি সময় ধরে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপাক সুনাম কুড়িয়েছে।

শুধু জেলা নয়, জাতীয় পর্যায়েও মঞ্চনাটক ও নাচ-গানে প্রশংসিত হয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ২০:২৫:৫৪   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ভোলায় মানববন্ধন
উধাও খাদ্যবান্ধবের ডিলাররা: চাল না পেয়ে কষ্টে ৫০ হাজার পরিবার
ভোলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
আবাসিক এলাকায় ইটভাটা, কৃষি ও পরিবেশের মারাত্মক ক্ষতি
ভোলায় চিকিৎসা বন্ধ রেখে নার্সদের কর্মবিরতি ॥ রোগীদের ভোগান্তি
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ভোলায় এক নারীসহ তিন মরদেহ উদ্ধার
ভোলায় শুরু হলো ছাগল ও ভেড়ার পিপিআর টিকা ক্যাম্পেইন
গুলশান থেকে গ্রেফতার ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৫ জন আটক



আর্কাইভ