ইলিশায় নিয়ন্ত্রণ হারিয়ে তরমুজবাহী ট্রাক খাদে

প্রচ্ছদ » অর্থনীতি » ইলিশায় নিয়ন্ত্রণ হারিয়ে তরমুজবাহী ট্রাক খাদে
শনিবার, ১ এপ্রিল ২০২৩



রাকিব হাওলাদার ॥
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে তরমুজবাহী ট্রাক খাদে পরার ঘটনা ঘটেছে। শনিবার (১ এপ্রিল) ভোররাতে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের মজগুনী বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার বজলু বাজার এলাকা থেকে তরমুজ নিয়ে ট্রাকটি ঢাকা টংগীর উদ্দেশ্যে রওয়ানা হলে প্রথিমধ্যে ভোলা বরিশাল আঞ্চলিক মহাসড়কের পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের মজগুনী বাড়ি সংলগ্ন সড়কে আসলে এ দূর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

---

তরমুজ চাষি আব্দুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে চরফ্যাশন থেকে ট্রাকে করে ঢাকার টংগীর উদ্দেশ্য প্রায় ৩ হাজার তরমুজ নিয়ে রওনা করেন। পরে ট্রাকটি সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের মজগুনী বাড়ি সংলগ্ন এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ডোবায় পড়ে যায়। এতে আমার অধিকাংশ তরমুজ ফেটে গেছে। তিনি আরো জানান, এ বছর প্রায় ৮ একর জমিতে তরমুজ আবাদ করেন। প্রথম দিকে তরমুজের ভালো ফলন পেলেও এখন অধিকাংশ তরমুজ ক্ষেত বৃষ্টি পানিতে ডুবে রয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা বলেন, এ দূর্ঘটনার সম্পর্কে কেউ আমাদের অবগত করেনি।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪০   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
ভোলায় লাজফার্মা মডেল ফার্মেসির উদ্বোধন
ভোলা মহাজনপট্টিতে স্বপ্ন আউটলেটের শাখা উদ্বোধন
লালমোহনে ১২৬ কোটি টাকার বোরো ধান উৎপাদনের সম্ভাবনা
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
ভোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা



আর্কাইভ