ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি কলমীলতায় আগুণ লাগার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত টিম

প্রচ্ছদ » জেলা » ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি কলমীলতায় আগুণ লাগার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত টিম
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১



আজকের ভোলা রিপোর্ট:

ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের  ফেরি কলমীলতায় আগুন লাগার কারণ অনুসন্ধানে আজ    তদন্ত শুরু করেন ভোলা জেলা প্রশাসনের তদন্ত টিম। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত টিম ইলিশা ঘাটে ফেরির মাস্টারসহ ৮ জনের বক্তব্য রেকর্ড করেন।
গত ৮ এপ্রিল ফেরি কলমীলতা লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে ১৯টি পন্যবোঝাই ট্রাক, কাভারভ্যান নিয়ে ভোলার ইলিশা ঘাটে আসছিল। ভোর ৪টার দিকে ভোলার মেঘনার চর অতিক্রম কালে হঠাৎ ফেরিতে থাকা একটি একটি পিকাপ ভ্যানে আগুন জ্বলতে শুরু করে। এর পর ২টি ট্রাক, ৪টি কাভারভ্যান , দুটি পিকাপ ভ্যান ও একটি মটরসাইকেল সম্পুর্ন পুড়ে যায়। ধারনা করা হচ্ছে এতে কম পক্ষে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

---

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ফারুক হোসেন ও ভোলা বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান। তদন্ত কমিটিকে প্রতিবেদনের জমা দেয়ার ৭ কার্যদিবসের আজ ছিলো শেষ দিন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ভোলার ম্যানেজার মো. পারভেজ জানান,ফেরিতে থাকা একটি পিকআপ ভ্যানের ককসিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যায়।

বাংলাদেশ সময়: ১৪:২৭:১৩   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
বিজয়ী হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: মোশারেফ হোসেন
মটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ভোলা পৌরশহর ও বাজারে নেই পাবলিক টয়লেট ॥ জনগনের ভোগান্তি চরমে
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
শিক্ষা বিমুখ জেলেপল্লীর অধিকাংশ শিশু, জড়াচ্ছে বাপ-দাদার পেশায়
বেসরকারিভাবে শতভাগ পাশের হারের শীর্ষে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া: মোশারেফ হোসেন
নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ



আর্কাইভ