দৌলতখানে যৌতুকের দাবিতে নির্যাতন হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ ছালমা

প্রচ্ছদ » জেলা » দৌলতখানে যৌতুকের দাবিতে নির্যাতন হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ ছালমা
শুক্রবার, ১১ আগস্ট ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥
ছালমা (২১) নামের এক গৃহবধূকে অমানুষিকভাবে নির্যতন করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের গৃহবধূ ছালমা বেগম ব্যাথার যন্ত্রনায় এখন ভোলা সদর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। যৌতুক না পেয়ে তার স্বামী ইব্রাহিম খলিলের নির্দেশে শশুর, শাশুরি, দেবর ও ননদ তাকে ঢাসা দিয়ে পিটিয়ে অমানুষিক নির্যাতন চালিয়েছে বলে হাসপাতালে চিকিৎসাধিন আহত গৃহবধূ ছালমা অভিযোগ করেছেন। ভোলা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পৌর কাঠালী এলাকার সাহেব আলীর মেয়ে ছালমা বৃহস্পতিবার রাতে জানান, প্রায় দুই বছর আগে দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের বেপারী বাড়ির শাহে আলমের ছেলে ইব্রাহিম খলিলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক বাবদ দশ লাখ টাকা দাবি করেন স্বামী ইব্রাহিম খলিল। বিয়ের দুই মাস পর বাবার কাছ থেকে যৌতুকের ৫ লাখ টাকা নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান ইব্রাহিম খলিল। সেখানে তিনি একটি ফিজের কোম্পানিতে কাজ করেন। বিদেশ থেকে যৌতুকের বাকি টাকা দেওয়ার জন্য তাকে চাপ দিতে থাকেন।
ছালমা কলেন, যৌতুকের দাবিকৃত টাকা না দেওয়ায় গত সোমবার রাতে ঘরের একটি রুমে আটকে রেখে শশুর শাহে আলম, শাশুরি হালিমা বেগম, দেবর আকবর ও ননদ বিউটি বেগম ঘরের দরজার ঢাসা দিয়ে আমাকে অমানুষিকভাবে পিটিয়ে আহত করে। পরদিন সকালে তারা আমাকে হাসপাতালে নেওয়ার কথা বলে অন্যত্র নিয়ে যাচ্ছিল। তখন আমি ডাক-চিৎকার দিলে বাসষ্ট্যান্ডের বাস শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আমি ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাঠালী এলাকার বাবার বাড়ি আসি। তারা আমাকে মঙ্গলবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো বলেন, সমস্ত শরীর ব্যাথার যন্ত্রনায় এখন রাতে মুমোতে পারছিনা।
তবে, যৌতুকের দাবিতে নির্যাতনের কথা অস্বীকার করে গৃহবধূ ছালমার শ্বশুর শাহে আলম ও দেবর আকবর শুক্রবার দুপুরে বলেন, ছালমাকে নির্যাতন করা হয়নি। তারা বলেন, ছালমার স্বামী বিদেশ থাকার সুবাদে স্থানীয় একটি ছেলের সঙ্গে তার পরকিয়া প্রেম রয়েছে। ওই দিন ওই ছেলের সঙ্গে সে নিজের ইচ্ছায় পালিয়ে গিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে আমাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে চাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:১৬   ৫৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


বিজয়ী হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: মোশারেফ হোসেন
মটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ভোলা পৌরশহর ও বাজারে নেই পাবলিক টয়লেট ॥ জনগনের ভোগান্তি চরমে
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
শিক্ষা বিমুখ জেলেপল্লীর অধিকাংশ শিশু, জড়াচ্ছে বাপ-দাদার পেশায়
বেসরকারিভাবে শতভাগ পাশের হারের শীর্ষে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া: মোশারেফ হোসেন
নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!



আর্কাইভ