আজকের ভোলা রিপোর্ট ॥
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ভোলা জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০২৪ এর জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (০২ মার্চ) ভোলা সদরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে (বাংলা স্কুল) দিনব্যাপী এই প্রতিযোগিতা হয়। পাচঁটি ইভেন্টে প্রায় ২০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
জেলা শাখার সভাপতি খাদিজা আক্তার স্বপ্না বলেন, জেলার শিশু কিশোরদের প্রতিভা বিকাশে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আগামী প্রজন্ম গড়ে উঠতে হবে।
সাধারণ সম্পাদক আদিল হোসেন তপু বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার প্রতিভাবানরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে নিজেদের আরো মেলে ধরার সুযোগ পাবে। প্রত্যেক বিষয়ে ২জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে।
বাংলাদেশ সময়: ১:৩৩:১৮ ২৪২ বার পঠিত