চরফ্যাশনে হত্যার উদ্দেশ্যে শিশুকে হাতপা বেঁধে নির্যাতন

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে হত্যার উদ্দেশ্যে শিশুকে হাতপা বেঁধে নির্যাতন
রবিবার, ৩ মার্চ ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশনের ওমরপুর ইউনিয়নে কালিয়াকান্দি গ্রামে জেমস নামের এক শিশুকে হত্যার উদ্দেশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে। এঘটনায় চরফ্যাশন থানায় মামলার প্রস্তুতি চলছে।

শনিবার (০২ মার্চ) দুপুররে উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা নজরুল মেলেটারি কর্তৃক এ হামলার ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসারত শিশু জেমস জানায়, নজরুল মেলটারির রসুন ক্ষেত থেকে রসুন তোলার অপরাধের জন্য আমাকে দড়ি দিয়ে হাতপা বেঁধে লোহার রড দিয়ে বেদম মারধর করে। এতে আমি চিৎকার করে বাঁচানোর আকুতি করলেও ভয়ে কেউ আমাকে ছাড়াতে আসেনি।

শিশু জেমস এর নানি তাসলিমা বেগম জানান, হত্যার উদ্দেশ্যে আমার নাতিকে রসুন তোলার অপরাধে লোহার রড ও বেতের মোটা লাঠি দিয়ে মেরে সমস্ত শরীর থেতলে দিয়েছে। খবর পেয়ে নাতিকে বাঁচাতে ছুটে আসলেও ওই নজরুল মেলটারি আমাকেও এলোপাথাড়ি লাথি মারতে থাকে। এরপর আত্মীয় স্বজনরা খবর পেয়ে অচেতন অবস্থায় নাতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমরা প্রশাসনের কাছে শিশু নির্যাতনের বিচার চাই।

এ প্রসঙ্গে চরফ্যাশন থানার উপ-পরিদর্শক সাহিন বলেন, আমি শিশুটিকে আহত অবস্থায় দেখে হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য বলেছি।

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ সাখাওত হোসেন বলেন অভিযোগ পেয়ে আমি এসআই সাহিনকে ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং আইন অনুযায়ী ব্যাবস্তা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:১৯:০৭   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুখ্যাত ডাকাত শামসু আটক
নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, শশুড়বাড়ি থেকে ভন্ড হারুন গ্রেফতার
বোরহানউদ্দিনে ব্যবসায়ীদের ঘরে ফিরতে ভয়, নতুন দুর্বৃত্তের উত্থান!
ভোলার মেঘনায় অবৈধ জাল সরাতে গিয়ে হামলার শিকার মৎস্য অফিসের ৫ জন
ভোলায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
চরফ্যাশনে বিএনপির নেতার বিরুদ্ধে চাদাঁবাজি ও জোড়পূর্বক গাছ কাটার অভিযোগ
চরফ্যাশন ওসমানগঞ্জ কাশেম বাহিনীর উৎপাত এখনো থামেনি
ভোলায় অতিদরীদ্র পরিবারের বেকার সদস্যদের প্রশিক্ষণ শেষে টুলস ও সার্টিফিকেট বিতরন
ভোলায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে অসহায় রোগীর স্বজনরা
ভোলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ আটক



আর্কাইভ