ইলিশায় ধর্ষনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রচ্ছদ » অপরাধ » ইলিশায় ধর্ষনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার ইলিশায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ইলিশা বাজারের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতশত লোক অংশগ্রহণ নেয়।

মানববন্ধনে ধর্ষণকারী সদর উপজেলার পূর্ব ইলিশার গুপ্তমুন্সী এলাকার ছিডু বেপারী ছেলে নুরে আলমকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

ধর্ষনের শিকার ঐ শিক্ষার্থী জানান,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় অভিযুক্ত মো: নুরে আলম আমাকে ধর্ষণ করে। পরে অন্তঃসত্ত্বা হয়েছি শুনে সে আমার গর্ভের সন্তান নষ্ট ও আমাকে হত্যার হুমকি দেয়। তাই ভয়ে কাউকে কিছুই জানাইনি। এখন অন্ত:সত্তা।

এদিকে এ প্রসঙ্গে অভিযুক্ত ধর্ষক নুরে আলম এর পরিবার কথা বলতে রাজি হয়নি। পূর্ব ইলিশার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, ঘটনাটি অত্যান্ত লজ্জাজনক। এর উপযুক্ত বিচার হওয়া উচিত।

ভোলা মডেল থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, আসামি নুরে আলমকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটি থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামি পালাতক রয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।মামলা দায়ের পর অভিযুক্তকে গ্রেফতার কররা চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৯:৫৮   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


তজুমদ্দিনের পল্লীতে বসত ঘরে চুরির পর আগুন
মনপুরায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষে আহত-১৫
খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ জনতার হাতে ৩ জন আটক
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, পলাতক স্বামীসহ পরিবার
বাপ্তায় বাসুরের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে যুবলীগ সভাপতির বিরুদ্ধে মাদ্রাসার সাইনবোর্ড ভাংচুরের অভিযোগ
মনপুরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার জানাজা শেষে দাফন
ডেলিভারি করানোর সময় প্রসূতির ওপর নির্যাতন, নবজাতকের মৃত্যু
বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
মনপুায় বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় হামলা, ছাত্রদল নেতা নিহত



আর্কাইভ