
স্টাফ রিপোর্টার ॥
ভোলার ইলিশায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ইলিশা বাজারের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতশত লোক অংশগ্রহণ নেয়।
মানববন্ধনে ধর্ষণকারী সদর উপজেলার পূর্ব ইলিশার গুপ্তমুন্সী এলাকার ছিডু বেপারী ছেলে নুরে আলমকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
ধর্ষনের শিকার ঐ শিক্ষার্থী জানান,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় অভিযুক্ত মো: নুরে আলম আমাকে ধর্ষণ করে। পরে অন্তঃসত্ত্বা হয়েছি শুনে সে আমার গর্ভের সন্তান নষ্ট ও আমাকে হত্যার হুমকি দেয়। তাই ভয়ে কাউকে কিছুই জানাইনি। এখন অন্ত:সত্তা।
এদিকে এ প্রসঙ্গে অভিযুক্ত ধর্ষক নুরে আলম এর পরিবার কথা বলতে রাজি হয়নি। পূর্ব ইলিশার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, ঘটনাটি অত্যান্ত লজ্জাজনক। এর উপযুক্ত বিচার হওয়া উচিত।
ভোলা মডেল থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, আসামি নুরে আলমকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটি থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামি পালাতক রয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।মামলা দায়ের পর অভিযুক্তকে গ্রেফতার কররা চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:১৯:৫৮ ১৯৩ বার পঠিত