
ঢাকা প্রতিনিধি ॥
ফিলিস্তিনের উপর অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইল কর্তৃক অর্তকিত, নেককারজনক হত্যা ও ধ্বংস যজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরার তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলের কয়েকশো শিক্ষার্থী। শনিবার (২১ অক্টোবর) সকালে স্কুলের সামনে, বিভিন্ন ধরনের প্লাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষক, শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তরা ইসরাইলের এহেন ঘৃন্য নিসংশ হত্যাযজ্ঞ বন্ধের জোড় দাবী জানান।

এ ছাড়াও ওয়াইসি, আরবলীগ, জাতীসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম, নারী, পুরুষ ও নিরিহ শিশুদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এই আয়োজনে নানা রকম শ্লোগান সমৃদ্ধ প্লেকার্ড, ফেস্টুন তৈরী করে তা হাতে নিয়ে সকাল থেকেই মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা। উল্লেখ্য তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুল, হিফযুল কুরআন ও ইংরেজি মাধ্যম সমন্বয়ে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ২:৩৮:৫৬ ৭০ বার পঠিত