আনারস ও চশমা প্রতীকের প্রার্থী মোশারেফ- আজিজের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রচ্ছদ » জেলা » আনারস ও চশমা প্রতীকের প্রার্থী মোশারেফ- আজিজের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বুধবার, ৮ মে ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

আগামী ২১ মে ভোলা সদর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দুই বারের চেয়ারম্যান ও বর্তমানে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযাদ্ধা মোশারেফ হোসেন আনারস প্রতীকের প্রচার প্রচারণা করছেন। প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাঁটানো, মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তারা। পথসভা-উঠান বৈঠক করে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। একই সঙ্গে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মঙ্গলবার বিকল থেক রাত ৮টা পর্যন্ত ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজার থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও দুই বারের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা মোশারেফ হোসেন বলেন, দুই বার উপজেলা চেয়ারম্যান হয়ে উপজেলার সকল শ্রেণীর মানুষের পাশে থেকে তাদের সেবা করেছি এবং উন্নয়ন করেছি। এবারও নির্বাচিত হলে আগের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবো। মানুষের সেবায় আগের মতই কাজ করে যাবো। ইউনিয়নের বিভিন্ন বাড়িতে মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করার জন্য টিউবওয়েল স্থাপন করে দিবো। এছাড়াও গ্রাম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। সদর উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল উপজেলা হিসাবে পরিণত করবো।

এসময় তিনি আরো বলেন, সদর উপজেলার মানুষ আমাকে ভালোবাসে। তাই ভোটারদের কাছে ভোট চাইতে গেলে ব্যাপক সারা পাচ্ছি। আর তাই আবারও মানুষ আমাকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে বলে বিশ্বাস করি।

এসময় চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম ভোটারদের কাছে ভোট চান। তিনি উপজেলার উন্নয়নে ও মানুষের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২:১৩:২৮   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
ভোলার উন্নয়ন ও অগ্রগতির বিবেচনায় নিয়ে মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন
এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না: ভোলায় ইসি হাবিব
ভোলায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
২১ তারিখ মটরসাইকেল ও উড়োজাহাজে ভোট দিবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ভোলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
ভোলায় সাংবাদিকদের নিয়ে এলজিইডির জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রচারনাকালে প্রার্থীর ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪



আর্কাইভ