ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রচ্ছদ » জেলা » ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের প্রতিবাদ
সোমবার, ১৩ জুন ২০২২



বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভোলার বোরহানউদ্দিনে সরকারি আবদুল জব্বার কলেজ ও ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। সোমবার (১৩ জুন) সকাল ১০টায় সরকারি আবদুল জব্বার কলেজ ও ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট আয়োজিত এক মানববন্ধনে প্রতিবাদ জানানোর পাশাপাশি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ওই দুই বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

---

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাসূলকে নিয়ে কটুক্তি কোন মুসলমান মেনে নিতে পারে না। রাসূল আমাদের আদর্শ। তাঁর আদর্শ আমাদের রক্তে। তাই এক বিন্দু রক্ত থাকা অবস্থায় রাসূলের নামে কোন অবমাননা মেনে নেয়া হবে না।
এসময় ভারতের বিজেপি সরকারের দুই নেতার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। মানববন্ধনে প্রায় দুই হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি আবদুল জব্বার কলেজের সাধারণ শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ, মো. নাঈম সিকদার, মো. হাবিব, ঈমন, শহিদুল ও ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ইসমাইল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হযরযরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল। তাদের এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে ফেটে পড়েন মুসলমানরা। ইতোমধ্যে কয়েকটি দেশের মুসলমানরা ভারতীয় পণ্য বয়কট করাসহ বিভিন্নভাবে দুই বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:২৩   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
বিজয়ী হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: মোশারেফ হোসেন
মটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ভোলা পৌরশহর ও বাজারে নেই পাবলিক টয়লেট ॥ জনগনের ভোগান্তি চরমে
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
শিক্ষা বিমুখ জেলেপল্লীর অধিকাংশ শিশু, জড়াচ্ছে বাপ-দাদার পেশায়
বেসরকারিভাবে শতভাগ পাশের হারের শীর্ষে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া: মোশারেফ হোসেন
নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ



আর্কাইভ