ভোলায় পুলিশ ক্লিয়ারেন্স সহজিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় পুলিশ ক্লিয়ারেন্স সহজিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৩১ মে ২০২২



ইয়াছিনুল ঈমন ॥
ভোলা জেলা পুলিশের আয়োজনে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সহজিকরণ এর লক্ষ্যে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীদের সাথে এক নাগরিক কর্মশালা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে সোমবার (৩০ মে) বিকাল ৩টায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স এর সহজিকরণের লক্ষ্যে ভোলা জেলা পুলিশ এর নেওয়া বিভিন্ন পদক্ষেপ উপস্থিত সকলকে অবহিত করেন। পাশাপাশি তিনি সকলের মতামত ও পরামর্শ শুনেন। এসময় উপস্থিত অনেকেই পাসপোর্ট অফিসের বিভিন্ন দালাল চক্রের ব্যপারে পুলিশ সুপারকে অবহিত করলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

---

তিনি আরো বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ হলেও এখানে তিন দিনেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা সম্ভব এবং সে লক্ষেই কাজ করে যাচ্ছে ভোলা পুলিশ। পুলিশ সুপারের কার্যালয়, ভোলায় প্রতি সপ্তাহের রবিবার হতে বৃহস্পতিবারের মধ্যে জমাকৃত পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন পত্রসমূহ পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে পরবর্তী শনিবার প্রতিস্বাক্ষরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় প্রেরণ করা হবে। প্রতিস্বাক্ষর শেষে সপ্তাহের প্রতি সোমবার বিকাল ৩টায় প্রার্থী বা তার মনোনীত প্রতিনিধিদের মধ্যে ওয়ানস্টপ পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ সুপারের কার্যালয় থেকে বিতরণ করা হবে। এতে সপ্তাহের বৃহ¯পতিবার আবেদন করেও তিন দিনের মধ্যেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যাবে।
তিনি আরো বলেন, খুব শীঘ্রই ওয়ান ওয়ে এসএমএস সার্ভিস চালু করে প্রত্যেক আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে তার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন প্রাপ্তি, ভেরিফিকেশন সম্পন্ন এবং তা সংগ্রহের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। এতে আবেদনকারীদের ভোগান্তি আরো কমবে। তিনি পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্তিতে কোন দালাল বা প্রতারক বা অন্য কারও দারস্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন। এছাড়াও তিনি পাসপোর্ট ভেরিফিকেশন দ্রুত করার জন্য কর্মকৌশল ঠিক করছেন মর্মে সকলকে অবহিত করেন।
পরে তিনি উপস্থিত অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীদের হাতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করেন। এ সময় জাকির হোসেন ডিআইও-১ জেলা বিশেষ শাখা ভোলাসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও পুলিশ ক্লিয়ারেন্স প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:২৪:৪৪   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
বিজয়ী হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: মোশারেফ হোসেন
মটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ভোলা পৌরশহর ও বাজারে নেই পাবলিক টয়লেট ॥ জনগনের ভোগান্তি চরমে
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
শিক্ষা বিমুখ জেলেপল্লীর অধিকাংশ শিশু, জড়াচ্ছে বাপ-দাদার পেশায়
বেসরকারিভাবে শতভাগ পাশের হারের শীর্ষে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া: মোশারেফ হোসেন
নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ



আর্কাইভ