ভোলার গ্যাস ঘরে ঘরে দেওয়ার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

প্রচ্ছদ » জেলা » ভোলার গ্যাস ঘরে ঘরে দেওয়ার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
রবিবার, ৭ নভেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ভোলার মাটিতে প্রাপ্ত গ্যাস ভোলার ঘরে ঘরে দেয়ার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি ভোলা। রবিবার (৭ নভেম্বর) ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি ভোলার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সম্পাদক আবদুল জলিল নান্টু ভোলাবাসীর পক্ষে দাবী সম্মেলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রেরণ করেন।
স্মারকলিপিতে তারা জানান, বাংলাদেশে প্রকৃতি ও পরিবেশ বিপর্যয়ের মুখে। প্রতিনিয়ত গাছ কেটে জ্বালানী হিসেবে ব্যবহার করা হচ্ছে। গৃহস্থলী কাজে, হোটেল রেস্তরায়, শত শত বেকারী কারখানায় ও বিভিন্ন ইট ভাটায় জ্বালানী হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে। ফলে ব্যক্তিগত বাগান, বাড়ির গাছের সাথে সংরক্ষিত বনের গাছও উজার হয়ে যাচ্ছে। এমতাবস্থায় বিকল্প জ্বালানী হিসেবে গ্যাস’র ব্যবহারই অতিব জরুরী। এতে চোরাই পথে উজাড় হওয়া বন রক্ষা পাবে। রক্ষা পাবে প্রকৃতি ও পরিবেশ।

 

আপনি জানেন ভোলার শাহাবাজপুর গ্যাস কুপ থেকে নিয়োমিত গ্যাস উত্তোলন হচ্ছে। এ গ্যাস বিভিন্ন কাজে ব্যবহারের জন্যে ১০৪ কিলোঃ পাইপ লাইন বসানো হয়েছে। এ পাইপ লাইন থেকে সংযোগ দেওয়া সম্ভব লক্ষাধিক জায়গায়। ২০১৩ সালে ভোলায় গৃহস্থালী কাজে সংযোগ দেওয়া শুরু হয়। ধীর গতিতে সংযোগ দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস বিতরন কোম্পানী ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মাত্র ২০০৫ শত সংযোগ প্রদান করেন। ২০২০ সালের জানুয়ারীতে জ্বালানী মন্ত্রনালয় এক আদেশে গৃহস্থালী কাজে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। কিন্তু সুন্দরবন গ্যাস বিতরন কোম্পানীর ডিমান্ড নোট অনুযায়ী আরও ১২শত পরিবার টাকা জমা প্রদান করে এবং ৪ হাজার পরিবার সংযোগ লাভের আবেদন জমা দেয়। জ্বালানী মন্ত্রনালয়ের নির্দেশানুযায়ী গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্রাহকের টাকা জমা নিয়েও সংযোগ দিতে পারে নাই। এহেন পরিস্থিতিতে গ্যসপ্রার্থীরা গ্যাস সংযোগ লাভে আপনার দৃষ্টি আকর্ষনের জন্য আন্দোলনে নেমেছে। যে সব যৌক্তিক কারনে গ্রাহকরা গ্যাস সংযোগ চাচ্ছে, সেগুলো হচ্ছেঃ
১। যেহেতু ভোলার গ্যাস, জাতীয় গ্রীড লাইনের সাথে যুক্ত নয়।
২। যেহেতু বানিজ্যিক ও আবাসিক গ্যাস সংযোগের জন্যে ১০৪ কিলোমিটার পাইপ লাইন বসানো হয়ে গেছে।
৩। যেহেতু কোম্পানী ডিমান্ড নোট অনুযায়ী ১২শত পরিবার থেকে টাকা জমা নিয়েছে
৪। যেহেতু ভোলায় পর্যাপ্ত গ্যাস (২ ট্রিলিয়ন) মজুদ রয়েছে এবং ভোলার বিভিন্ন জায়গায় আরও অধিক গ্যাস প্রাপ্তির সম্ভাবনা পরিলক্ষিত হয়েছে এবং
৫। গ্যাসের ব্যবহার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সহায়ক।
সেহেতু ভোলা বাসী আশা করে আপনি খুব শিগ্রই গ্যাস সংযোগের পুনঃ নির্দেশ দিয়ে ভোলা বাসীর মুখে হাসি ফোটাবেন। আমরা আপনার নেক হায়াত, দীর্ঘ ও সুস্থ্য জীবন কামনা করে আপনার নির্দেশনার অপেক্ষায় রইলাম।

বাংলাদেশ সময়: ২১:৫০:২০   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
বিজয়ী হলে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো: মোশারেফ হোসেন
মটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
ভোলা পৌরশহর ও বাজারে নেই পাবলিক টয়লেট ॥ জনগনের ভোগান্তি চরমে
মেঘনা-তেঁতুলিয়ায় বাগদার রেণু শিকারের মহোৎসব
শিক্ষা বিমুখ জেলেপল্লীর অধিকাংশ শিশু, জড়াচ্ছে বাপ-দাদার পেশায়
বেসরকারিভাবে শতভাগ পাশের হারের শীর্ষে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
আনারস মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া: মোশারেফ হোসেন
নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ



আর্কাইভ