বোরহানউদ্দিনে ৩ মাদকসেবীকে আটক ॥ টাকার বিনিময়ে ২জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে ৩ মাদকসেবীকে আটক ॥ টাকার বিনিময়ে ২জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ
সোমবার, ১৮ মার্চ ২০২৪



স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিনে ৩ মাদকেসবীকে আটক করে তাদের মধ্যে ২জনকে মোটা অংকের টাকার বিনিমেয় ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে জেলা সাইবার ক্রাইম ইনেভষ্টগশন সেল (গোয়েন্দা শাখার) সদস্যদের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জেলা গোয়েন্দা শাখার এসআই শামীমের নেতৃত্বে এসআই রইচ রহমান, এএসআই আল আমিন, কনস্টেবল হাসিবুল, কনস্টেবল শাওন মাদেকর অভিযান পরিচালনা করে ৩ জনকে মাদক সেবন অবস্থায় আটক করেন। শত শত লোকজনের সামনে ৩ মাদকসেবীকে আটক করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়ার পর পথের মধ্যে টাকার বিনিমেয় ছেড়ে দেয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃতরা হলো মোঃ ইব্রাহিম, মিল্টন ও সবুজ। সংবাদকর্মীদের আটককৃতদের পুরো পরিচয় জানতে দেননি গোয়েন্দা শাখার লোকজন। ৩ জনকে আটক করে জেলা গোয়েন্দা শাখার এসআই শামীমসহ পুরো টিমর সাথে সারা রাত ব্যাপী দেনদরবার চলে। এতে আটককৃত ৩ জনের মধ্যে ইব্রাহিম ও সবুজ সাড়া দিলেও মিল্টন সাড়া না দিলে বাকী ২ জনের কাছে পাওয়া মাদকসহ মিল্টনের নামে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা দিয়ে ভোর রাতে তাকে ভোলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায় অভিযান পরিচালনাকারী টিম। মামলার ১নং সাক্ষী প্রত্যক্ষদর্শী তসিলম জানান, আমি নিজে দেখেছি ৩জনকে আটক করেছে পুলিশ। তার মধ্যে ২জনকে ছেড়ে দেয়া সত্যিই দুঃখজনক। মিল্টনের পরিবার জানান, তাকে আটক করার পর ব্যাপক মারধর করার এক পর্যায়ে সে বমি করে বেহুশ হয়ে যায়। পরে তাদের কাছ থেকে লক্ষ টাকা দাবী করায় তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বাকী ২ জনের কাছে পাওয়া মাদকসহ মিল্টনকে মাদক মামলা দেয়। অভিযান পরিচালনাকারী টীমের এসআই শামীমের কাছে জানতে চাইলে তিনি ২জনকে ছেড়ে দেয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা ১জনকে আটক করেছি। ২ মাদকসেবী ছেড়ে দেয়ার ব্যাপারে জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার ওসি মুরাদ হোসেন বলেন, তথ্য জানতে হলে একা থানায় আসেন।

বাংলাদেশ সময়: ০:৫১:০৪   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা



আর্কাইভ