ভোলায় জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকীতে ‘বঙ্গবন্ধুর’ প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকীতে ‘বঙ্গবন্ধুর’ প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা
সোমবার, ১৮ মার্চ ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। রবিবার (১৭ মার্চ) সকালে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর পতিকৃতিতে পু®পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শিশুর কিশোর মেলার ভোলা জেলার সভাপতি খাদিজা আকতার স্বপ্না, সিনিয়র সহ-সভাপতি রেহেনা ফেরদৌস, সহ-সভাপতি শারমিন জাহান শ্যামলী, ভোলা জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক আদিল হোসেন তপু, কার্যনির্বাহী সদস্য শাহীনা আফসারসহ ক্ষুদে শিক্ষার্থীরা। পরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ক্ষুদে সদস্যরা জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় সংগঠনের বঙ্গবন্ধু শিশুর কিশোর মেলার ভোলা জেলার সভাপতি খাদিজা আকতার স্বপ্না বলেন, শিশুদের মনে বঙ্গবন্ধুর আদর্শ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কারণ আজকে শিশুই আগামী দিনের বঙ্গবন্ধু হিসেবে গড়ে উঠবে।

এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। তাই আজকে শিশু কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ০:৫০:৪০   ৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


আনারস ও চশমা প্রতীকের প্রার্থী মোশারেফ- আজিজের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মটরসাইকেল ও উড়োজাহাজ মার্কায় ভোট চাইলেন ইউনুছ-পলাশ
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সেলিম আর নেই
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বজ্রপাতে মাঠেই মারা গেলেন কৃষক
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা



আর্কাইভ