সিঙ্গাপুরকে হারিয়ে সাবিনাদের প্রতিশোধ

প্রচ্ছদ » খেলা » সিঙ্গাপুরকে হারিয়ে সাবিনাদের প্রতিশোধ
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩



---

স্পোটর্স ডেস্ক॥

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে সানজিদারা। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জালান বেসার স্টেডিয়ামে সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল মেয়েরা। ৭ বছর আগের হারের প্রতিশোধ নেওয়ার পথে জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য গোলটি আফিদা খন্দকারের।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিক দল। প্রতিপক্ষকে চেপে ধরে শুরুতেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। তিন মিনিটেই আফিদা খন্দকারের গোলে লিড নেয় স্বাগতিকরা। সাবিনার ক্রস থেকে হেডে জালভেদ করেন তিনি। ১৬ মিনিটে মারিয়া মান্দার পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান তহুরা খাতুন। বিরতির আগ পর্যন্ত সিঙ্গাপুরের রক্ষণকে তটস্থ রাখলেও আর গোল আসেনি। ২-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর একই ধারায় খেলতে থাকে বাংলাদেশ। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তহুরা খাতুন। তবে এরপর আর গোল পাওয়া হয়নি স্বাগতিকদের। ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোল বাড়ানোর চেষ্টা করেছে আর সিঙ্গাপুর নিজেদের অর্ধেই বেশি সময় কাটিয়েছে। শেষে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে চলতি বছর প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতলো বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচটি ৪ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪৬   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত



আর্কাইভ