ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
সোমবার, ৪ মার্চ ২০২৪



---

মোঃ তানজিল ॥

জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর জেলা পর্বের বাচাই (ভোলা জেলা) খেলা ভোলা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ই মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহ নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভোলা জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহ এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর ইসরাফীল। মোহাম্মদ উল্যাহ সম্পাদক শিক্ষক পরিষদ, ভোলা সরকারি কলেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিধান কৃষ্ণ দাস, আহ্বায়ক, ক্রীড়া কমিটি, ভোলা সরকারি কলেজ।

প্রধান অতিথির বক্তব্যে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

অ্যাথলেটিকস (১০০ মিটার ¯িপ্রন্ট, ২০০মিটার ¯িপ্রন্ট, ৪০০ মিটার ¯িপ্রন্ট, ৮০০ মিটার ¯িপ্রন্ট, শর্টপুট থ্রো, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, লং জাম্প, হাই জাম্প) দাবা, ক্যারম, ব্যাডমিন্টস, টেবিল টেনিস, সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের পরে বিভাগের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। বিভাগীয় খেলার পর জাতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১:৩৪:৪৩   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার জয়
গ্লোবাল সুপার লিগ: তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে জয় পেল গায়ানা
বোরহানউদ্দিনে আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরন
ভোলায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলীনগরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
দৌলতখানের মদনপুরের হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব উদ্বোধন
থমকে আছে ক্রীড়াপ্রেমীদের স্বপ্নের স্টেডিয়াম নির্মাণ কাজ
ভোলা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ স্কুল ছাত্রদের কাবাডি ও ছাত্র/ ছাত্রীদের দাবা প্রতিযোগিতা সম্পন্ন
পাকিস্তানকে ‘বাংলাধোলাই’ করল টাইগাররা



আর্কাইভ