দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

প্রচ্ছদ » জাতীয় » দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট।।

বাংলাদেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এবার দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোট জনসংখ্যার মধ্যে পুরুষ আট কোটি ৪১ লাখ ৩৪ হাজার তিনজন আর নারী রয়েছে আট কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। দেশে ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।

এতে আরো উল্লেখ করা হয়েছে, দেশে ১১ বছরে সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে চার কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন রয়েছে।

জনসংখ্যার ঘনত্ব ৯৭৬ জন প্রতি বর্গকিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ জনে।

মোট জনসংখ্যার মধ্যে কাজে নিয়োজিত রয়েছে ৩৭.২১ শতাংশ, কাজ খুঁজছে ১.৬৫ শতাংশ, কাজ করে না ২৯.৩২ শতাংশ।

দেশে কাঁচা ঘর ৬৬.১৯ শতাংশ থেকে নেমে এসেছে ৫৮.৭৮ শতাংশে। আর পাকা ঘর ১১.৩২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২২.৪৬ শতাংশ বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:০৭   ৭২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


আ’লীগ দেশের মানুষের মন থেকে উঠে গেছে: পার্থ
কাটমুন্ডু কনফারেন্সে মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে ভূমিকা রাখতে সার্ক দেশগুলোর প্রতি আহ্বান
দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে: ভোলায় নৌপরিবহন উপদেষ্টা
উপকূল রক্ষা করুন, জলবায়ু অর্থায়ন বাজেটে জিডিপির ৩% বরাদ্দ করুন: সেমিনারে বক্তারা
বিএনপি-জামায়াত-এনসিপি দ্বন্দ্বে অস্থির রাজনীতি, নতুন সমীকরণ
বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রীর বিদেশযাত্রায় বাধা
ভোলা-বরিশাল সেতু অচিরেই হবে: সচিব
ভোলা-বরিশাল সেতু: ৭ দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, ভোলা-বরিশাল সেতুসহ তিন দফা দাবিতে ঢাকায় মানববন্ধন
৬ বছর পর এক টেবিলে, ফের বিএনপির কাছাকাছি পার্থ’র বিজেপি



আর্কাইভ